Realme Pad নতুন রুপে শীঘ্রই বাজারে আসছে, 3GB RAM সহ দেখা গেল Geekbench-এ

গত সেপ্টেম্বরে Realme Pad (রিয়েলমি প্যাড) লঞ্চ করে ট্যাবলেট সেগমেন্টে প্রবেশ করেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Realme। এখন শোনা যাচ্ছে সংস্থাটি আরও একটি নতুন ট্যাবলেটের উপর কাজ শুরু করেছে। আজ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম, Geekbench (গিকবেঞ্চ)-এ RMP2105 মডেল নম্বরযুক্ত এই নতুন Realme ট্যাবলেটকে দেখা গেছে। আর এখান থেকে জানা গেছে যে, ব্র্যান্ডের আসন্ন ট্যাবলেটটি Realme Pad-এর একটি নতুন রূপ হতে পারে, যাতে অক্টা-কোর ইউনিসক প্রসেসর ও ৩ জিবি র‌্যাম থাকবে।

নতুন Realme Tablet কে দেখা গেছে সার্টিফিকেশন সাইটেও

গিকবেঞ্চে তালিকাভুক্ত নতুন রিয়েলমি ট্যাবলেটটি সিঙ্গেল-কোর টেস্টে ৩৬৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৩৩০ স্কোর করেছে। বেঞ্চমার্ক প্ল্যাটফর্মের লিস্টিং নির্দেশ করছে যে, এই RMP2105 ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড ১১ ওএস, অক্টা-কোর ইউনিসক চিপসেট এবং ৩ জিবি র‌্যাম থাকবে। এই প্রসঙ্গে বলে রাখি, আসন্ন ট্যাবলেটটিকে ইউরেশীয়ান ইইসি (EEC) সার্টিফিকেশন ওয়েবসাইটেও খুঁজে পাওয়া গেছে। ফলে বলতে দ্বিধা নেই যে, শীঘ্রই নতুন রিয়েলমি ট্যাবলেট লঞ্চ হতে চলেছে।

Realme Pad Tablet Geekbench listing EEC

এই প্রসঙ্গে বলে রাখি, সেপ্টেম্বরে লঞ্চ হওয়া রিয়েলমি প্যাড এর ওয়াইফাই+৪জি ভ্যারিয়েন্টের ৩ জিবি/৩২ জিবি সংস্করণের দাম রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা, যেখানে এর ৪ জিবি/৬৪ জিবি সংস্করণটি কিনতে লাগবে ১৭,৯৯৯ টাকা। ফিচারের কথা বললে, এই ট্যাবলেটে ১০.৪ ইঞ্চি WUXGA+ (রেজোলিউশন ২,০০০×১,২০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম ওএস দ্বারা চালিত। এছাড়া এই রিয়েলমি প্যাড-এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর।

ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটে মিলবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার এতে পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিসহ ৭,১০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এমনকি ইউজাররা ওটিজি (OTG) কেবল ব্যবহার করে এটিতে রিভার্স চার্জিং সাপোর্ট পাবেন। শুধু তাই নয়, এই ট্যাবলেটটি চারটি স্পিকার অফার করবে, যাতে থাকবে Dolby Atmos এবং Hi-Res অডিও সমর্থন।