Paytm: এবার Bitcoin পরিষেবা চালু করার ইঙ্গিত দেশীয় অর্থ লেনদেনকারী সংস্থার

ক্রিপ্টোকারেন্সির মার্কেটে পা রাখতে পারে অনলাইন অর্থ লেনদেনকারী, Paytm। এমনই ইঙ্গিত কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO), মধুর দেওরা-র। উপযুক্ত সরকারি বৈধতা পেলে Bitcoin সার্ভিস অফার করতে প্রস্তুত Paytm।

বিশ্বজুড়ে বিভিন্ন বিতর্ক, চাপানউতোর কে টপকেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে ডিজিটাল মুদ্রা। বর্তমান বিনিয়োগকারীদের মধ্যে ক্রিপ্টোকারেন্সির প্রতি ঝোঁক চোখে পড়ার মতো। পাশাপাশি কিছু মাস আগে শোনা গিয়েছিল, PhonePe, SamsungPe, এমনকী Amazon-র মতো কোম্পানিগুলিও ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করতে কাজ করছে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে দেশীয় মোবাইল ই-কমার্স সাইটটি (Paytm)।

সম্প্রতি ব্লুমবার্গ টিভির সাথে এক সাক্ষাতকারে কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার সেই ইঙ্গিতই দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন শীতকালীন বাজেটে সরকারি বৈধতা পেলেই Paytm, Bitcoin পরিষেবা শুরু করতে পারে।

প্রসঙ্গত, ভারত সরকারের বর্তমানে ক্রিপ্টোকারেন্সির আইনি অবস্থান নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ভারতে আইনি ভাবে ক্রিপ্টো-র ব্যবহার এখন নিষিদ্ধ না হলেও, প্রথাগত বৈধতা নেই এই ডিজিটাল মুদ্ৰার। সেন্ট্রাল ব্যাংক দ্বারা যেহেতু এটি পরিচালিত ও বিধিবদ্ধ নয়, তাই এই কারেন্সি কে সোনা সহ অন্যান্য রিয়েল এস্টেট এর সমগোত্রীয় ধরা যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ যেমন সরকারি অনুমোদন ছাড়াই সোনার লেনদেন করেন, একইভাবে হয়ে থাকে ক্ৰিপ্টো-র আদানপ্রদান ও।

২০১৭ সালে সমস্ত ব্যাংক, NBFC, এবং পেমেন্ট সিস্টেম গুলিতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের উপর জারি হয় নিষেধাজ্ঞা, যদিও ২০২০ নাগাদ তা উঠেও যায়। তবে পরবর্তী বাজেট, ২০২২ এর আগে ক্রিপ্টো নিয়ে ভারত সরকার তার অবস্থান স্পষ্ট করবে, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছরের শেষেই ক্রিপ্টোকারেন্সি এন্ড রেগুলেশন অফ ডিজিটাল কারেন্সি বিল ২০২১’ পেশ করা হবে পার্লামেন্ট বাজেট সেশনে। এবং RBI দ্বারা CBDC (Central bank digital currency) নামে একটি অফিসিয়াল সেন্ট্রাল কারেন্সি চালু করা হবে যা সম্ভবত রিপ্লেস করবে সমস্ত প্রাইভেট ডিজিটাল কারেন্সি কে।

উল্লেখ্য, গোটা বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে ২০০ মিলিয়নে এসে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে ভারতেও এর ব্যবহারকারীর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে। দেশে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেনকারীর সংখ্যা প্রায় ১৫ মিলিয়ন। IndiaTech. org-র একটি সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৭ মিলিয়ন ভারতীয় ১ বিলিয়ন ডলার (৭৩৮০ কোটি টাকার কাছাকাছি) ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছে।

যাইহোক, দেশে ক্রিপ্টোকারেন্সির এই বর্তমান পরিসংখ্যানের নিরিখে দাঁড়িয়ে ডিজিটাল মুদ্রা আইনিকরণে সরকারের দৃঢ় ইতিবাচক পদক্ষেপ এবং Paytm- এর মতো জায়েন্ট পেমেন্ট অ্যাপগুলির ক্রিপ্টো গ্রহণে ছাড়পত্র নি:সন্দেহে ডিজিটাল লেনদেনের দুনিয়ায় এক অন্য দরজা খুলে দেবে।