স্পিড ও পাওয়ারের অনবদ্য মিশ্রণে ভারতে লঞ্চ হল 2021 Aprilia RSV4 ও Tuono V4

শক্তিশালী ইঞ্জিনের সাথে অত্যাধুনিক স্পোর্টস বাইক তৈরির ক্ষেত্রে বরাবরই নিজের সুনাম বজায় রেখেছে ইতালির পিয়াজিও (Piaggio) গ্রুপের মালিকানাধীন এপ্রিলিয়া (Aprilia)। এবার ভারতীয় বাইকপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এল তারা। গ্লোবাল মার্কেটের পর এবার ভারতেও 2021 RSV4 এবং Tuono V4 ফুল-ফেয়ার্ড মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করেছে Aprilia।

2021 Aprilia RSV4 এবং Tuono V4 দাম

এপ্রিলিয়া আরএসভি৪-এর দাম রাখা হয়েছে ২৩.৬৯ লক্ষ টাকা। অন্য দিকে, টুওনো ভি৪-এর দাম ২০.৬৬ লক্ষ টাকা ধার্য করেছে এপ্রিলিয়া। (এক্স-শোরুম)

2021 Aprilia RSV4 এবং Tuono V4 স্পেসিফিকেশন ও ফিচার

১০৯৯ সিসি-র ভি৪ ইঞ্জিনের সাথে এসেছে নতুন এপ্রিলিয়া আরএসভি৪। এটি ২১০ বিএইচপি শক্তি ও ১২৫ এনএম টর্ক উৎপন্ন করে। টুওনো ভি৪-এ দেওয়া হয়েছে ১০৭৭ সিসি-র ভি৪ ইঞ্জিন, যার পাওয়ার আউটপুট ও টর্ক যথাক্রমে ১৭০ বিএইচপি ও ১২২ এনএম। এপ্রিলিয়া আরএসভি৪-এর ওজন ২০২ কেজি এবং টুওনো ১১০০-এর ওজন ২০৯ কেজি। বাইকগুলির চোখ কপালে তোলা পারফরম্যান্সকে যোগ্য সঙ্গত দিয়েছে অত্যাধুনিক ইলেকট্রনিক ফিচার ও প্রিমিয়াম হার্ডওয়্যার।

সেমি-অ্যাক্টিভ সাসপেনশন, লঞ্চ কন্ট্রোল, স্পিড লিমিটার, ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, ইঞ্জিন ম্যাপিং, ক্রুজ কন্ট্রোল, ছ’টি রাইডিং মোডের (রাস্তার জন্য তিনটি ও বাকি তিনটি ট্র্যাকের জন্য) সাথে এসেছে 2021 Aprilia RSV4 এবং Tuono V4।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন