মিড রেঞ্জে লঞ্চ হল Vivo Y20s [G], আছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও গেমিং প্রসেসর

Vivo, Y সিরিজের নতুন একটি স্মার্টফোনের ঘোষণা করলো৷ Vivo Y20s [G] নামের এই স্মার্টফোনটি ফিলিপাইনে লঞ্চ করা হয়েছে। স্পেসিফিকেশন ও ফিচারের প্রসঙ্গে আসলে, Vivo Y20s এর সঙ্গে Vivo Y20s [G] এর কোনো ফারাক নেই।‌ একমাত্র পরিবর্তন বলতে Vivo Y20s [G] স্মার্টফোনে ভিন্ন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভো ওয়াই২০এস [জি] স্মার্টফোনের বিশেষত্বের মধ্যে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, বড়ো ডিসপ্লে, এবং ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত লং লাস্টিং ব্যাটারি।

Vivo Y20s [G] এর স্পেসিফিকেশন

ভিভো ওয়াই২০এস [জি]  ফোনে আছে ৬.৫১ ইঞ্চি আইপিএস এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এটি এইচডি+ রেজোলিউশন (১৬০০ x ৭২০ পিক্সল) ও ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার এতে ব্যবহার করা হয়েছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। ফোনটিতে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ আছে।

ফটোগ্রাফির জন্য  ফোনের পিছনে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। অন্য দুটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল  ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর। আবার সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। ডুয়েল সিমের এই ফোনে চার্জিংয়ের জন্য আছে মাইক্রো ইউএসবি পোর্ট। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর  আছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১-এ রান করবে।

Vivo Y20s [G] এর দাম

ভিভো ওয়াই২০এস [জি] এর দাম রাখা হয়েছে ৯,৯৯৯ ফিলিপাইন পেসো, যা প্রায় ১৫,৩৯৩ টাকার সমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন