Kia EV6: কিয়ার প্রথম ইলেকট্রিক গাড়ি ভারতে মে মাসে লঞ্চ হতে পারে, ডেলিভারি পেতে দীপাবলি!

হুন্ডাইয়ের শাখা কিয়ার প্রথম বৈদ্যুতিক গাড়ি Kia EV6 ইতিমধ্যেই বিশ্ববাজারে বাজারে দারুণ সাড়া ফেলেছে। বিভিন্ন দেশে অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠা Kia EV6 কবে ভারতে আত্মপ্রকাশ করবে, তা জানতে উৎসুখ ছিলেন অসংখ্য ক্রেতা। তবে হুন্ডাই বা কিয়া এই নিয়ে কোনও ইঙ্গিত না দিলেও কারএন্ডবাইকের দাবি, Kia EV6 এ দেশে মে মাসের প্রথমে পা রাখতে চলেছে‌। তবে ডেলিভারি পেতে দীপাবলি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করা হয়েছে‌।

হুন্ডাই গোষ্ঠীর ইলেকট্রিক-গ্লোবাল মডিউলার প্ল্যাটফর্ম (E-GMP) -র উপর ভিত্তি করে তৈরি হয়েছে Kia EV6। দুটি ভিন্ন ক্ষমতার ব্যাটারির বিকল্পে উপলব্ধ এটি – ৫৮ কিলোওয়াট আওয়ার এবং ৭৭.৪ কিলোওয়াট আওয়ার। আবার গাড়িটি একটি এবং দু’টি মোটর অপশনে পাওয়া যায়‌।

Kia EV6-এর ৫৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি (রেঞ্জ ৪০০ কিমি) প্যাক যুক্ত সিঙ্গেল মোটর থেকে ১৬৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। আর ডুয়েল মোটর ভার্সনের আউটপুট ২৩২ বিএইচপি‌। অন্য দিকে, ৭৭.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি (রেঞ্জ ৫১০ কিমি) প্যাক সমেত সিঙ্গেল মোটর থেকে ২২৬ বিএইচপি শক্তি পাওয়া যায়। আর ডুয়েল মোটর সংস্করণের ক্ষমতা ৩২১ বিএইচপি।

কিয়া ইভি৬ নানা মর্ডান ফিচারে সজ্জিত। যেমন এতে একটি ডুয়েল স্ক্রিন লেআউট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, আধুনিক ইন্টেরিয়ার, হেড আপ ডিসপ্লে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট সিস্টেম, টু-স্পোক স্টিয়ারিং হুইল, প্যানারমিক সানরূফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং সহ আরও অনেক কিছু দেওয়া হয়েছে‌

কিয়া ইভি৬ বিদেশে তৈরি করে (CBU) ভারতে আমদানি করা হবে‌। সে ক্ষেত্রে গ্লোবাল মার্কেটে বিক্রিত Kia EV6-এর সাথে তার ভারতীয় সংস্করণের পুরোপুরি মিল থাকবে বলেই আশা করা যায়‌। ফ্ল্যাগশিপ মডেল হওয়ার কারণে দাম ৫০ লক্ষ টাকার আশেপাশে থাকতে পারে৷