নতুন ফিচার ব্যবহারের মজা নিন, Oppo Reno 7 4G, K10 ও A76 ফোনে এল কালারএস ১৩ আপডেট

গত কয়েকমাস আগে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো (Oppo) সারা বিশ্বে তাদের একাধিক স্মার্টফোনের জন্য Android 13-ভিত্তিক ColorOS 13-এর ‘আলফা’ (Alpha) এবং ‘বিটা’ (Beta) প্রোগ্রাম চালু করে। এই সফ্টওয়্যার বিল্ড প্রোগ্রামের প্রথম দিকের সমস্ত ফোনগুলিই ছিল ফ্ল্যাগশিপ বা হাই মিড-রেঞ্জের মডেল। তবে, গত সেপ্টেম্বরে Oppo F21 Pro-ই প্রথম মিড-রেঞ্জ মডেল হিসেবে ColorOS 13 Open Beta প্রোগ্রামে যোগদান করে। এই ফোনটির মতো মিড-রেঞ্জ ডিভাইসগুলির জন্য ColorOS 13 Beta Program চালু করার পরে, ওপ্পো এখন Oppo Reno 7 4G, Oppo K10 এবং Oppo A76 সহ আরও কয়েকটি হ্যান্ডসেটের জন্য Android 13 Beta নিয়োগ শুরু করেছে।

Oppo-এর একাধিক ডিভাইসের জন্য শুরু হল ColorOS 13 Beta Program

ওপ্পো কে১০ এবং এ৭৬ হ্যান্ডসেটেগুলির ভারতীয় ব্যবহারকারীরা তাদের ডিভাইসে কালার ওএস ১৩-এর ক্লোজড বিটা পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। অন্যদিকে, ওপ্পো রেনো ৭ ৪জি-এর ইন্দোনেশিয়ান ব্যবহারকারীরা তাদের হ্যান্ডসেটে ক্লোজড বিটা সংস্করণ অ্যাক্সেস করতে পারবেন। তবে, ব্র্যান্ডটি আপডেটের প্রাথমিক ব্যাজটি ৫,০০০ জন অংশগ্রহণকারীদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।

উল্লেখযোগ্যভাবে, নিজস্ব ডিভাইসে কালারওএস ১৩ ক্লোজড বিটা সংস্করণ উপভোগ করতে আগ্রহী ব্যবহারকারীদের নিশ্চিত করতে হবে যে, তাদের ওপ্পো রেনো ৭ ৪জি মডেলটি এ.১৮ (A.18) সংস্করণে এবং ওপ্পো কে১০ এবং এ৭৬ ফোন দুটি সি.৪৪ (C.44) ভার্সনে চলে।

জানিয়ে রাখি, ColorOS 13 Beta নিয়োগের জন্য আবেদন করতে নির্দিষ্ট অঞ্চলের উল্লেখ্য হ্যান্ডসেটের ব্যবহারকারীদের তাদের ডিভাইসের সেটিংসে নেভিগেট করতে হবে > অ্যাবাউট ডিভাইস অপশন > পেজের ওপরে ট্যাপ করতে হবে > উপরে ডানদিকে আইকনে ট্যাপ করতে হবে > ট্রায়াল ভার্সন > ব্যবহারকারীর নিজস্ব তথ্য পূরণ করতে হবে > অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। পুরো পদ্ধতিটি পূর্ণ করার পর ব্যবহারকারীর আবেদন সফল হলে, তিনি তিনটি কর্মদিবসের মধ্যেই ফোনে বিটা বিল্ড নোটিফিকেশন পাবেন।

প্রসঙ্গত, এই ক্লোজড বিটা সংস্করণটি অপারেটিং সিস্টেমের ‘স্টেবল’ (Stable) সংস্করণ নয়, তাই এটি ব্যবহারের সময়, ইউজার কে হয়তো কিছু অস্থিরতা বা ত্রুটির মুখে দাঁড় করাতে পারে। এটাও সম্ভব যে, কিছু অ্যাপ ColorOS 13 Beta বিল্ডে সঠিক বা সম্পূর্ণভাবে কাজ করবে না। তাই, নিত্যনৈমিত্তিক প্রয়োজনে যে স্মার্টফোন ব্যবহার করা হয়, তাতে এই বিল্ডটি ব্যবহার না করাই যুক্তিযুক্ত হবে।

উল্লেখ্য, ওপ্পো আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ColorOS 13 Beta-এর জন্য আবেদন গ্রহণ করবে। আপনি যদি প্রাথমিক বিটা টেস্টে অংশগ্রহণ করতে সক্ষম না হন, তাহলে পরবর্তী রাউন্ডের জন্য অপেক্ষা করতে পারেন যা কয়েক সপ্তাহ পরেই শুরু হবে।