Oppo নিয়ে আসছে Smart TV, থাকবে ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি স্ক্রিন সাইজ

চীনা স্মার্টফোন কোম্পানি Oppo যে Smart TV মার্কেটে পা রাখতে চলেছে তা গত জুনেই জানা গিয়েছিল। Reno 4 সিরিজের লঞ্চ ইভেন্টে কোম্পানি একটি টিজার পোস্ট করে এতদিন যে যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অফ থিংস (AIoT) প্রোডাক্ট লঞ্চ করেছে তাও সামনে এনেছিল। এরসাথে জানানো হয়েছিল, খুব শীঘ্রই Oppo, স্মার্ট টিভি বাজারে আনবে। কোম্পানির কথা মত এবার Oppo -র ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি সাইজের দুটি স্মার্ট টিভি কে 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেল।

 MyDrivers এর রিপোর্ট অনুযায়ী, অপ্পো -র ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চি সাইজের দুটি টিভি কে ৩সি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এর প্রত্যেকটি সাইজে আবার ১০টি করে মডেল নম্বর আছে। Oppo -র ৫৫ ইঞ্চি টিভিগুলির মডেল নম্বর – A55U00B00, A55U00B01, A55U00B02, A55U00B03, A55U00B04, A55U10B00, A55U10B01, A55U10B02, A55U10B03, A55U10B04।

আবার ৬৫ ইঞ্চি টিভিগুলির মডেল নম্বর হল – A65U00B00, A65U00B01, A65U00B02, A65U00B03, A65U00B04, A65U10B00, A65U10B01, A65U10B02, A65U10B03, A65U10B04।

যদিও এই টিভিগুলির বিষয়ে কোনো তথ্যই সামনে আসেনি। তবে আমরা আশা করতে পারি এতে ভালো সাউন্ড কোয়ালিটি ও পিকচার কোয়ালিটি পাবো। এছাড়াও টিভিগুলি অ্যান্ড্রয়েড বেসড হতে পারে। বাজারে ইতিমধ্যেই Xiaomi, Realme, Nokia, OnePlus, Motorola তাদের স্মার্ট টিভি এনেছে। এবার Oppo এই মার্কেটে কতটা জায়গা করে নিতে পারে তা সময় বলবে।