Samsung-এর এই দুর্দান্ত 5G ফোনে বিশাল ছাড় দিচ্ছে Flipkart, দেরি করলে পস্তাবেন

চলতি বছরের শুরুতে স্যামসাং তাদের লেটেস্ট Samsung Galaxy S24 সিরিজটি লঞ্চ করেছে। এই লাইনআপটি বাজারে আসার পর, গত বছরের ফ্ল্যাগশিপ, Samsung Galaxy S23 Ultra-এর দাম ভারতে বেশ খানিকটা কমেছে। এর প্রারম্ভিক মূল্য (12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ মডেলের জন্য) 1,24,999 থেকে কমিয়ে প্রায় 1, 00,000 টাকা করা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে, ফ্লিপকার্ট (Flipkart) তাদের প্ল্যাটফর্মে Samsung Galaxy S23 Ultra-এর ওপর একটি বিশাল ডিসকাউন্ট অফার করছে। কেউ যদি এক লাখের কমে ফ্ল্যাগশিপ ডিভাইসের খোঁজে থাকেন, তাহলে এটি তাদের জন্য সুবর্ণ সুযোগ। আসুন ফ্লিপকার্টের অফারটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy S23 Ultra পাওয়া যাচ্ছে বিশাল ছাড়ে

ফ্লিপকার্ট লিস্টিং অনুযায়ী, 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ সহ স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা স্মার্টফোনটি বর্তমানে 89,999 টাকায় কেনা যাবে। এছাড়াও, আরও অনেকগুলি অফার রয়েছে, যা দামকে আরও কমিয়ে দিতে পারে। স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক সিগনেচার (Samsung Axis Bank Signature)/ইনফাইনাইট (Infinite) ক্রেডিট কার্ড ব্যবহার করলে যথাক্রমে 2,500 টাকা বা 5,000 ছাড় মিলবে। এইচএসবিসি (HSBC) বা আইসিআইসিআই ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করা গ্রাহকরা দামের ওপর (কার্ডের ওপর নির্ভর করে) 1,500 টাকা পর্যন্ত ছাড় পাবেন।

Samsung Galaxy S23 Ultra

এখন প্রশ্ন হল, স্যামসাং গ্যালাক্সি এস23 আল্ট্রা কি Galaxy S24 Ultra-এর বিকল্প হিসেবে কেনা যেতে পারে? উত্তর হল এই দামে, অবশ্যই। একই স্টোরেজ মডেলের জন্য স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা-এর দাম ভারতে 1,29,999 টাকা। হার্ডওয়্যারের ক্ষেত্রে, এতে নতুন স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর রয়েছে, তবে এস23 আল্ট্রা-তে থাকা স্ন্যাপড্রাগন 8 জেন 2-এর তুলনায়, পারফরম্যান্সের মার্জিনটি স্পষ্ট নয়। ক্যামেরার হার্ডওয়্যার এই উভয় ডিভাইসেই একই, কিন্তু গ্যালাক্সি এস24 আল্ট্রা-এর 5x পেরিস্কোপ ক্যামেরার জন্য একটি বড় 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যা এস23 আল্ট্রা দ্বারা ব্যবহৃত ডিজিটাল জুমের পরিবর্তে 5x শট নিতে অপটিক্যাল জুম ব্যবহার করে।

Samsung Galaxy S23 আল্ট্রার তুলনায় Galaxy S24 Ultra-এর একটি বড় সুবিধা হল এর এক্সক্লুসিভ এআই (AI)-চালিত ফিচার্স, যা স্যামসাংয়ের One UI 6.1 সফ্টওয়্যার ভার্সনের সাথে চালু করা হয়েছে। তবে শীঘ্রই এর পরিবর্তন হতে চলেছে, কারণ ব্র্যান্ড সম্প্রতি ঘোষণা করেছে যে, এই বৈশিষ্ট্যগুলি খুব তাড়াতাড়ি Galaxy S23 লাইনআপে আসবে। সুতরাং, স্যামসাংয়ের লেটেস্ট ফিচারগুলি অ্যাক্সেস করার ক্ষেত্রে অর্থ সাশ্রয় করে এই মুহূর্তে Samsung Galaxy S23 Ultra বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।