50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল সস্তা Lava Blaze X1 5G, রয়েছে 11 জিবি র‌্যাম

Lava Blaze 1X 5G স্মার্টফোনকে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Lava Mobiles আজ (২৮শে এপ্রিল) একপ্রকার নিঃশব্দে ভারতের বাজারে একটি নতুন হ্যান্ডসেট উন্মোচন করল। Lava Blaze 1X 5G নামের নয়া মডেলটি গত বছর আগত Blaze 5G মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। বাজেট সেগমেন্টের অধীনে আসা এই নতুন স্মার্টফোন, প্রিমিয়াম গ্লাস ব্যাক প্যানেল এবং ফ্লাট ফ্রেম ডিজাইন অফার করবে। আবার Lava Blaze 1X 5G ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ 2.5D ডিসপ্লে প্যানেল, অক্টা-কোর চিপসেট, ১২৮ জিবি স্টোরেজ, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। এছাড়া – ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম, হাইব্রিড সিম স্লট এবং একাধিক ৫জি ব্যান্ডও সাপোর্ট করবে Lava-র নতুন 5G-এনাবল মডেলে। চলুন এবার Lava Blaze 1X 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে Lava Blaze 1X 5G স্মার্টফোনের দাম

ভারতে, Lava Blaze 1X 5G স্মার্টফোনকে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যদিও ডিভাইসটির দাম এখনো প্রকাশ্যে আনেনি সংস্থা। তবে যেহেতু এটি একটি বাজেট-অফারিং হিসাবে এসেছে, সেহেতু এর দাম প্রায় ১২,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে আমাদের অনুমান।

দাম নিশ্চিত না করলেও, লাভা জানিয়েছে যে ব্লেজ ১এক্স ৫জি স্মার্টফোনকে দুটি কালার অপশনে উপলব্ধ করা হবে, যথা – গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু।

Lava Blaze 1X 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

নতুন লাভা ব্লেজ ১এক্স ৫জি স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (১৬০০×৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ২.৫ডি (2.5D) টাচস্ক্রিন ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের চারিপাশে সরু বেজেল দেখা যাবে, যদিও নিম্নভাগের বেজেল তুলনামূলকভাবে বেশ মোটা থাকছে। ডিভাইসটি WideVine L1 সার্টিফাইড বলে জানা গেছে।

উক্ত মডেলের ডিসপ্লের ঠিক উপরিভাগেই ওয়াটার-ড্রপ স্টাইলের নচ লক্ষণীয়, যার মধ্যে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান। আর লাভা ব্লেজ ১এক্স ৫জি এর পিছনে LED ফ্ল্যাশ লাইট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং একটি VGA লেন্স।

পারফরম্যান্সের জন্য Lava Blaze 1X 5G স্মার্টফোনে ৭এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর থাকছে। এটি ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে। যদিও সংস্থার বিবৃতি অনুসারে, এই নতুন ৫জি হ্যান্ডসেট ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর অভ্যন্তরীণ স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। আবার এই ফোনে হাইব্রিড সিম স্লটের সুবিধা পাওয়া যাবে বলেও নিশ্চিত করা হয়েছে।

সফ্টওয়্যার বিভাগের কথা বললে, Lava Blaze 1X 5G স্মার্টফোন পুরোনো প্রজন্মের অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে৷ ফোনটি ভারতে একাধিক ৫জি ব্যান্ডের সমর্থন সহ এসেছে, যথা – n1/n3/n5/n8/n28/n41/n77/n78৷ তদুপরি নিরাপত্তার জন্য ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

কানেক্টিভিটি বিকল্প হিসাবে এই হ্যান্ডসেটে – ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত থাকবে। লাভা ব্লেজ ১এক্স ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। যদিও ব্যবহারকারীরা রিটেল বক্সে হয়তো একটি ১২ ওয়াটের পাওয়ার অ্যাডাপটার খুঁজে পাবেন। আর Lava ব্র্যান্ডিংয়ের এই নয়া ৫জি-এনাবল স্মার্টফোনের ওজন প্রায় ২০৭ গ্রাম এবং পরিমাপ ১৬৫.৩×৭৬.৪×৮.৯ মিমি।