নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে, ফোনে বিশেষ সুবিধা যুক্ত করতে চলেছে Samsung

Samsung Galaxy S24 সিরিজ আগামী বছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। তবে ইতিমধ্যেই সিরিজটির সম্পর্কে বেশ কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন, একটি কোরিয়ান জার্নাল তাদের নতুন রিপোর্টে দাবি করেছে যে, এই আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি স্যাটেলাইট কানেক্টিভিটি সমর্থন করতে পারে। এ বছরের সেমিকন্ডাক্টর এক্সপো-তে একটি প্রেজেন্টেশনের সময় এক স্যামসাং কর্মকর্তা জানান যে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির স্মার্টফোনগুলি আগামী বছর থেকে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করবে। এছাড়াও আরেকটি রিপোর্ট অনুসারে, স্যামসাং ইলেকট্রনিক্স সিস্টেম এলএসআই (LSI)-এর বিজনেস হেড জানিয়েছেন যে এই ফিচারটি যুক্ত করার প্রযুক্তিগত প্রস্তুতি ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে নেওয়া হয়েছে।

Samsung Galaxy S24 সিরিজ সাপোর্ট করবে স্যাটেলাইট কানেক্টিভিটি

স্যামসাং ইলেকট্রনিক্স সিস্টেম এলএসআই (LSI)-এর বিজনেস হেড ইয়ং-ইন পার্ক কোম্পানির ফোনে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট চালু হওয়ার কোনও টাইমলাইন বা বিশেষভাবে কোন কোন স্মার্টফোনগুলি এই ফিচারটি পাবে, সে সম্পর্কে কিছু নির্দিষ্টভাবে জানাননি। তবে এটি খুব সম্ভবত ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজেই প্রথম যুক্ত করা হবে। স্যামসাং গ্যালাক্সি এস২৪, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা দ্বারা গঠিত গ্যালাক্সি এস২৪ সিরিজটি আগামী বছরের জানুয়ারির শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানির গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked) ইভেন্টে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, স্যামসাং আগামী বছর থেকে তাদের ডিভাইসগুলিতে এই ফাংশনালিটি এনেবল করার পরিকল্পনা করছে, যদিও অ্যাপল (Apple)-এর মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের স্মার্টফোনে ইতিমধ্যেই স্যাটেলাইট সংযোগ রয়েছে। অ্যাপল আইফোন ১৪ সিরিজটি গত বছর নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের (NTN) সাপোর্ট সহ বাজারে এসেছিল। যা নেটওয়ার্ক ও ওয়াইফাই নেটওয়ার্ক না থাকলেও স্যাটেলাইটের সাহায্যে জরুরি সঙ্কেত পাঠানোর সুবিধা দেয়। ফিচারটি গত সেপ্টেম্বরে লঞ্চ হওয়া অ্যাপলের লেটেস্ট আইফোন ১৫ সিরিজেও রয়েছে।

এছাড়াও, Qualcomm-এর Snapdragon 8 Gen 2 চিপেও স্ন্যাপড্রাগন স্যাটেলাইট সাপোর্ট রয়েছে, যা চলতি বছরের জানুয়ারিতে ঘোষণা করা হয়। কোয়ালকম একটি প্রেস নোটে জানিয়েছে যে, স্ন্যাপড্রাগন স্যাটালাইট (Snapdragon Satellite) সারা বিশ্ব জুড়ে মোবাইল মেসেজিং ব্যবহার করে গ্লোবাল কানেক্টিভিটি প্রদান করবে, যার যাত্রা শুরু হবে ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 2 মোবাইল প্ল্যাটফর্ম যুক্ত ডিভাইসগুলিকে দিয়ে।

এটি লক্ষণীয় যে, বেশ কয়েকটি স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনে Snapdragon 8 Gen 2 চিপ থাকলেও, কোম্পানি এখনও পর্যন্ত এগুলিতে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট চালু করেনি। এই কোয়ালকম চিপসেট দ্বারা চালিত স্যামসাং স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে – Samsung Galaxy Z Flip 5, Samsung Galaxy Z Fold 5 এবং Samsung Galaxy S23, Samsung Galaxy S23+ এবং Galaxy S23 Ultra। স্যামসাং পরবর্তী পর্যায়ে এই স্মার্টফোনগুলিতে স্যাটেলাইট যোগাযোগের জন্য সাপোর্ট এনেবল করবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট কি?

সহজ কথায় বললে, স্মার্টফোনে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট ব্যবহারকারীদের এসওএস বা জরুরী বার্তা পাঠাতে সক্ষম করে এবং এটি সেইসব এলাকাতেও বার্তা পৌঁছতে পারে, যেখানে মোবাইল সিগন্যাল নেই। এখন প্রশ্ন হল, এটা কিভাবে কাজ করে? যেসব এলাকায় দুর্বল বা একেবারেই কোনও মোবাইল সংযোগ নেই, সেখানে স্মার্টফোনের স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার একটি এসওএস বা জরুরী বার্তা পাঠানোর জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করা নিকটতম লো-অরবিট স্যাটেলাইটের সাথে সংযোগ করতে পারে।

সাধারণত, স্মার্টফোন একটি নেটওয়ার্কে সংযোগ করতে মোবাইল টাওয়ারের ওপর নির্ভর করে। যেসব জায়গায় মোবাইল টাওয়ারের ডেনসিটি কম, উদাহরণস্বরূপ গ্রামীণ এলাকায় বা কেউ যদি পাহাড়ে হাইকিং করতে যাচ্ছেন – এমন জায়গায় মোবাইল সিগন্যাল পাওয়া একটি সমস্যা হতে পারে। তবে, স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করে এমন স্মার্টফোনগুলি স্যাটেলাইটের সাথে সংযোগ করে এই ধরনের পরিস্থিতিতেও মেসেজ পাঠাতে পারে।

মোদ্দা কথা হল, স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট যুক্ত ডিভাইসগুলিকে মোবাইল টাওয়ারের ওপর নির্ভর করতে হয় না, পরিবর্তে এগুলি নিকটতম লো-অরবিট স্যাটেলাইটের সাহায্য নিয়ে এমারজেন্সি মেসেজ পাঠাতে পারে। এরপর বার্তাটি নিকটতম স্যাটেলাইটে প্রেরণ করা হয়। স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানোর সুবিধা হল যে, এগুলি মোবাইল টাওয়ারের তুলনায় পৃথিবীর একটি উল্লেখযোগ্যভাবে বড় সারফেস এরিয়া কভার করতে পারে।