Mukesh Ambani Car: সবাই থ! প্রকাশ্য রাস্তায় চোখের পলকে পাল্টে যাচ্ছে আম্বানির গাড়ির রং

একথা সকলেরই জানা, বর্তমানে ভারতের অন্যতম ধনশালী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির ইয়ত্তা পাওয়া মুশকিল। বর্তমানে রিলায়েন্স কর্ণধারের সম্পদের পরিমাণ ৮,০৪,৯১৬ কোটির অধিক। আর তাঁর কোম্পানি রিলায়েন্সের মার্কেট ক্যাপ ১৬ লক্ষ কোটির বেশি। কথায় আছে, যত গুড় তত মিষ্টি! তাই মুকেশ আম্বানি যেমন বিত্তশালী, তেমনই অত্যাধুনিক তাঁর জীবন যাত্রার মান। সম্প্রতি তাঁকে একটি গাড়িতে চড়তে দেখা গিয়েছে। যাতে রয়েছে রং পরিবর্তনের ক্ষমতা। মুকেশ আম্বানির সেই গাড়ির ভিডিও কয়েক মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটপাড়ায়। মুকেশ আম্বানির গাড়ি মুহূর্তে বদলায় রং মুকেশ আম্বানির বিলাসবহুল প্রাসাদের দাম ১৫ হাজার কোটি। অতি সাধ করে তিনি এর নাম রেখেছিলেন ‘অ্যান্টিলিয়া’। যার পার্কিং লটে বেশ কিছু লাক্সারি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার মধ্যে অন্যতম – Rolls-Royce Cullinan, Bentley Bentayga, Lamborghini Urus, Range Rover Autobiography ইত্যাদি। এছাড়াও তাঁর গ্যারেজে শোভা বাড়াতে রয়েছে বেশ কিছু উচ্চ মূল্যের এসইউভি গাড়ি। বর্তমানে মুকেশ আম্বানির ব্যবহৃত Bentley Bentayga ভারতে সবচেয়ে দামি এসইউভি গাড়ির মধ্যে একটি। তিনি যখন এটি ব্যবহার করছেন, তার মানে এতে কিছু বিশেষত্ব থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ গাড়িটির রয়েছে ‘কালার চেঞ্জিং’ ক্ষমতা। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তাঁর এই গাড়িটি রাস্তায় চলার সময় সকলের চোখের সামনে রং বদলাচ্ছে। তা বলে ভাববেন না এতে কোন স্পেশাল পেইন্ট জব রয়েছে। যা আছে তা হচ্ছে, একটি সাইকিডেলিক র‍্যাপ। যে কারণে বিভিন্ন আলোয় Bentley Bentayga-কে একেক রঙের দেখায়।

প্রসঙ্গত, মুকেশ আম্বানির সংগ্রহে Rolls-Royce Cullinan গাড়িটিও আছে, যার স্পেশাল পেইন্ট স্কিমের দামই ১ কোটির অধিক। ভারতে গাড়িটির দাম ৬.৮ কোটি টাকা থেকে শুরু। তবে ২১ ইঞ্চি হুইল এবং বিভিন্ন কাস্টমাইজেশন করার জন্য এটি কিনতে আম্বানির খরচ হয়েছে ১৩.১৪ কোটি টাকা।