আর ফোন হ্যাক হবে না, প্রয়োজনীয় আপডেট এল OnePlus Nord 3, Nord N30, Nord 2, এবং Nord CE 2 ডিভাইসে

নতুন আপডেট এল OnePlus Nord 3, Nord N30, Nord 2, এবং Nord CE 2 ফোনে

OnePlus তাদের Nord-সিরিজের চারটি স্মার্টফোনের জন্য নতুন ফার্মওয়্যার আপডেট রোলআউট করেছে৷ এই আপডেটের সাথে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। আপডেট প্রাপ্ত ডিভাইসগুলি হল – OnePlus Nord 3, Nord N30, Nord 2, এবং Nord CE 2৷ আপাতত নির্বাচিত কয়েকটি অঞ্চলের ব্যবহারকারীরা এই আপডেট পেয়েছে৷ তবে খুব শীঘ্রই ফোনগুলির গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্যও এই আপডেট রোলআউট করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

জানিয়ে রাখি, OnePus Nord 3 স্মার্টফোনের জন্য জানুয়ারী ২০২৪ সিকিউরিটি প্যাচ নিয়ে আসা হয়েছে, যা সিস্টেম স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা এবং ব্যাটারি অপ্টিমাইজেশানের অফার করবে।‌ এদিকে OnePlus Nord N30 মডেলটি পেয়েছে ডিসেম্বর ২০২৩ এর সিকিউরিটি প্যাচ। আর OnePlus Nord 2 -এর জন্য আনা হয়েছে জানুয়ারী ২০২৪ এর সিকিউরিটি প্যাচ। এছাড়া OnePlus Nord CE 2 স্মার্টফোন মালিকেরা পাচ্ছেন জানুয়ারী ২০২৪ এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ।

OnePlus Nord 3 :

OnePlus Nord 3 মডেলটি ভারতে CPH2491_14.0.0.201 (EX01) ফার্মওয়্যার আপডেট পাচ্ছে। এই আপডেট খুব শীঘ্রই অন্যান্য অঞ্চলেও উপলব্ধ হবে। নীচে এর অফিসিয়াল চেঞ্জলগ দেওয়া হল:

সিস্টেম (System) –

  • সিস্টেম নিরাপত্তা বাড়াতে জানুয়ারী ২০২৪ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ সহ এসেছে।
  • সিস্টেমের স্থায়িত্ব এবং কর্মক্ষমতা উন্নত করে।
  • পরিস্থিতির উপর নির্ভর করে ব্যাটারির আয়ু বাড়ায়।

অ্যাপ (Apps) –

  • ‘থিম স্টোর’ খোলা হলে স্ক্রীন সাদা হয়ে যাওয়ার সমস্যা সমাধান করা হয়েছে৷

OnePlus Nord N30 :

উত্তর আমেরিকায় OnePlus Nord N30 স্মার্টফোনের জন্য ডিসেম্বর ২০২৩ সিকিউরিটি প্যাচ এবং লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ওএস উভয় আপডেটই রিলিজ করা হয়েছে। এর ফার্মওয়্যার সংস্করণ CPH2513_14.0.0.201(EX01)৷

OnePlus Nord 2 এবং OnePlus Nord CE 2 :

OnePlus Nord 2 মডেলটি DN2101_11.F.50 ফার্মওয়্যার আপডেট পাচ্ছে। এদিকে OnePlus Nord CE 2 -এর জন্য IV2201_11.F.52 ফার্মওয়্যার আপডেট রোলআউট করা হয়েছে।

OnePlus Nord 2 স্মার্টফোনের চেঞ্জলগ :

সিস্টেম (System) –

  • সিস্টেম নিরাপত্তা বাড়াতে জানুয়ারী ২০২৪ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ অফার করে।
  • স্মার্ট সাইডবারের ব্যাকগ্রাউন্ড স্ট্রিম ফিচারটি সরিয়ে দেওয়া হয়েছে।

OnePlus Nord CE 2 স্মার্টফোনের চেঞ্জলগ –

সিস্টেম (System) :

  • সিস্টেম নিরাপত্তা বাড়াতে জানুয়ারী ২০২৪ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ সহ এসেছে।

OnePlus Nord 3, Nord N30, Nord 2 এবং Nord CE 2 স্মার্টফোনে আপডেট এসেছে কিনা কিভাবে বুঝবেন?

  • এই ফোনগুলি আপডেট পেয়েছে কিনা জানার জন্য, প্রথমেই ডিভাইসের ‘সেটিংস’ (Settings) সেকশনে চলে যেতে হবে।
  • এবার ‘অ্যাবাউট ডিভাইস’ (About Device) বিকল্পটি বেছে নিতে হবে।
  • এখানে আপডেট এসেছে কিনা তা ম্যানুয়ালি চেক করা যাবে।