৫০১ টাকা পর্যন্ত জেতার সুযোগ, আরও একমাস খেলা যাবে Google Pay এর ‘Go India’

ইউপিআই পেমেন্ট অ্যাপ Google Pay-র ‘Go India’ নামের মজাদার ভার্চুয়াল গেমটির কথা নিশ্চয় সবাই শুনেছেন। Google Pay-র অ্যান্ড্রয়েড এবং আইওএস ইউজাররা, এই গেমের মাধ্যমে ভারতের ৩০টি শহর ভার্চুয়ালি পরিদর্শন করতে পারবেন এবং সমস্ত শহর ঘুরে ফেললে মিলবে ১০১ টাকা থেকে ৫০১ টাকা পর্যন্ত নিশ্চিত পুরস্কার। এই গেমটি গত ২৫শে নভেম্বর শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু গেমটি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ইউজারদের উৎসাহিত করতে Google আগামী ২৬শে ডিসেম্বর অবধি একে চালু রাখার সিদ্ধান্ত নিল। ফলে যারা ২৫শে নভেম্বর অবধি নির্দিষ্ট শহরের টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা গেমটি উপভোগ করার এবং পুরস্কার জেতার জন্য আরো একমাস সময় পাচ্ছেন। অন্যদিকে আগ্রহীদের জন্য গেমটি নতুন করে খেলার সুযোগ থাকছে।

যারা জানেন না তাদের জন্য বলে রাখি ‘Go India’ গেমে ৪-৫টি শহর ভিজিট করার পর ইউজাররা Ajio, Yatra, Nykaa ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্মগুলির কিছু ভাউচার পাবেন। এছাড়া গেমটির বিশেষ ইভেন্টগুলিতে অংশগ্রহণ করলে শহরের টিকিট, কিলোমিটার, বোনাস স্ক্র্যাচ কার্ড বা নগদ টাকা পুরস্কার পেতে পারেন। উল্লেখ্য, যেকোনো শহর ভার্চুয়ালি ঘোরার জন্য শহরের টিকিট এবং কিলোমিটার (KM) – দুটোই সংগ্রহ করতে হবে।

কীভাবে ‘গো ইন্ডিয়া’ গেমের জন্য কিলোমিটার এবং টিকিট অর্জন করবেন

গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করে, কোনো বন্ধুকে টিকিট শেয়ার করে বা কোনো বন্ধুর কাছে নির্দিষ্ট টিকিট চেয়ে বিভিন্ন শহরের টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া নিজের ম্যাপ শেয়ার করলেও মিলবে কিছু টিকিট এবং কিলোমিটার।

Google Pay-তে ‘Go India’ গেমটি কীভাবে খেলবেন

১. নিজের অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থেকে গুগল পে অ্যাপ্লিকেশন খুলুন।
২. পেমেন্ট সেকশনের ওপরে বা নিচের দিকে ‘গো ইন্ডিয়া’ অপশনটি সার্চ করুন এবং সেখানে ক্লিক করুন।
৩. এরপর আপনার ভার্চুয়াল ভ্রমণ শুরু করতে অর্থাৎ গেমটি খেলতে স্টার্ট অপশনে ক্লিক করুন।