Red Magic 7S Pro Supernova Lords Mobile Edition বাজারে এল, মাত্র ২০০ জনের ভাগ্যে জুটবে

Nubia গত মাসে তাদের ঘরেলু বাজারে Red Magic 7S Pro Bumblebee Special Edition নামের একটি স্মার্টফোন লঞ্চ করেছিল। আর সেপ্টেম্বর পড়তে না পড়তেই সংস্থাটি আরেকটি ‘স্পেশাল এডিশন’ এর ঘোষণা করলো। তবে এটি এবার বিশ্ববাজারের জন্য নিয়ে আসা হয়েছে। Nubia, চীন-ভিত্তিক ভিডিও গেম ডেভেলপার ‘আই গট গেমস’ ওরফে IGG-এর সাথে অংশীদারিত্বে লেটেস্ট Red Magic 7S Pro Supernova Lords Mobile Edition লঞ্চ করেছে। আর ডিভাইসের নাম দেখেই আশা করি বুঝতে পারছেন যে, এটিকে অত্যন্ত জনপ্রিয় লর্ডস মোবাইল গেম দ্বারা অনুপ্রাণিত হয়ে ডিজাইন করা হয়েছে।

প্রসঙ্গত উক্ত টেক ব্র্যান্ডটির বিবৃতি অনুসারে, এই বিশেষ সংস্করণটির মাত্র ২০০টি ইউনিট বাজারজাত করা হবে। ফলত, ২০০ মিলিয়নেরও অধিক প্লেয়ারের সান্নিধ্যে গড়ে ওঠা লর্ডস মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা অনুপ্রাণিত এই ডিভাইসটি যারা কিনবেন, তাদের আক্ষরিক অর্থে ‘ওয়ান-ইন-এ-মিলিয়ন’ অনুরাগী বলা যেতেই পারে। চলুন নতুন Red Magic 7S Pro Supernova Lords Mobile Edition স্মার্টফোনের দাম, ডিজাইন ও বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

Red Magic 7S Pro Supernova Lords Mobile Edition স্মার্টফোনের স্পেসিফিকেশন

রেড ম্যাজিক ৭এস প্রো সুপারনোভা লর্ডস মোবাইল এডিশনকে একটি কাস্টম লর্ডস মোবাইল কেসে প্যাকেজ করা হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে – অন্যান্য ফোনের ন্যায় যাবতীয় স্ট্যান্ডার্ড সরঞ্জাম (৬৫ওয়াট ইউএসবি-পিডি ৩.০ চার্জার, ইউএসবি কেবল ও একটি সিলিকন প্রটেক্টিভ কভার), পাশাপাশি একটি লর্ডস মোবাইল গিফ্ট কার্ডও পাওয়া যাবে, যা ৫০ ডলার (প্রায় ৩,৯০০ টাকা) থেকে ৫০০ ডলার (প্রায় ৩৯,৮০০ টাকা) -এর মধ্যে ইন-গেম ক্রেডিট রিডিম করার অনুমতি দেবে। এছাড়া, রেড ম্যাজিক এক্সপি (Red Magic XP) স্টোর থেকে আরও ৫০ ডলার মূল্যের গিফ্ট কার্ডও হস্তগত করে নেওয়া যাবে।

সংস্থাটি, প্রথম ৫০ জন ক্রেতাকে রেড ম্যাজিকের তরফ থেকে আরও উন্নত প্রটেক্টিভ ব্যাক কেস অফার করা হবে বলে ঘোষণা করেছে। এই কভারের পিছনে একটি অ্যালুমিনিয়াম প্লেট রয়েছে, যা রেড ম্যাজিক টার্বো কুলারের সাথে কাজ করে।

স্পেসিফিকেশনের কথা বললে, এই গেমিং স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এটিকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে নিয়ে আসা হয়েছে। উক্ত ডিভাইসে ১৮ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। ফোটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটের পিছনে ৬৪-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য Red Magic 7S Pro Supernova Lords Mobile Edition স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Red Magic 7S Pro Supernova Lords Mobile Edition স্মার্টফোনের দাম

রেড ম্যাজিক ৭এস প্রো সুপারনোভা লর্ডস মোবাইল এডিশন স্মার্টফোনকে ১৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটিকে অফিসিয়াল রেড ম্যাজিক স্টোর থেকে ৯৫০ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৭৫,৫০০ টাকা) মূল্যে কেনা যাবে। লভ্যতার কথা বললে, আলোচ্য হ্যান্ডসেটকে ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় উপলব্ধ করা হয়েছে। একই সাথে লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলেও বিশ্বব্যাপী শিপ করা বলে বলে জানা যাচ্ছে।