TVS থেকে Bajaj, নিত্যদিনের যাতায়াতের জন্য ৮০ হাজারের মধ্যে ৫টি দুরন্ত মোটরসাইকেলের সন্ধান

এ কথা নিশ্চিত রূপে বলা যায়, ভারতের সিংহভাগ মধ্যবিত্তের কাছেই কমিউটার এবং স্পোর্টস কমিউটার বাইকের জনপ্রিয়তা সর্বাধিক। চালানোর খরচ কম এবং আরামদায়ক যাত্রার জন্য বহু মানুষ তাদের এই সেগমেন্টের বাইকের পিঠে ভর করে জীবনের অনেকটা পর্ব পার করে দিয়েছেন। যে কারণে টু-হুইলার প্রস্তুতকারী যেমন Hero MotoCorp, TVS, Bajaj নিত্যদিনের যাতায়াতের জন্য উপযোগী বাইক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যাদের মধ্যে প্রচুর মডেলের দাম ৮০,০০০ টাকার কম। আজকের এই প্রতিবেদনে ওই বাজেটের মধ্যে পাঁচটি সেরা কমিউটার বাইকের সন্ধান রইল।

TVS Star City Plus

লঞ্চ হওয়ার পর থেকে ভারতে এখনো পর্যন্ত ৩০ লক্ষের অধিক স্টার সিটি প্লাস বেচেছে টিভিএস। এটি অসাধারণ মাইলেজ এবং গুণগত মানের দিক থেকে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলেছে এটি। বাইকটিতে রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা থেকে ৬.০৩ কিলোওয়াট শক্তি এবং ৮.৭ এনএম টর্ক পাওয়া যায়। টিভিএস স্টার সিটি প্লাসের দাম ৭০,২০৫ টাকা (এক্স-শোরুম)৷

Bajaj Platina 110ES Disc

বাজাজ প্ল্যাটিনা ১১০ইএস ডিস্ক হল দেশের অপর একটি মধ্যবিত্তের হাতের নাগালের মূল্যের কমিউটার মোটরসাইকেল। মাইলেজও দুর্ধর্ষ৷ এর ডিস্ক ভ্যারিয়েন্টটির দাম ৬৮,৩৮৪ টাকা (এক্স-শোরুম)। বাইকটির সর্বশেষ সংস্করণে যোগ করা হয়েছে একটি নতুন রঙের বিকল্প এবং একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল। আবার ৬৩,৮৪৬ টাকায় (এক্স-শোরুম) মেলে এর ড্রাম ভ্যারিয়েন্ট।

Honda SP 125

হন্ডা এসপি ১২৫ কমিউটার সেগমেন্টে অন্যতম বেস্ট সেলিং মডেল৷ বাইকটি তার গুণগত মানের জন্য এটি সুপরিচিত৷ এতে দেওয়া হয়েছে একটি ১২৩.৯৪ সিসি ইঞ্জিন, যা ৭,৫০০ আরপিএম গতিতে ৮ কিলোওয়াট শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১০.৯ এনএম টর্ক করে৷ সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স৷ মোটরসাইকেলটির এক্স-শোরুম মূল্য ৮০,৫৭৮ টাকা উল্লেখ্য,৮০,০০০ টাকার গন্ডি পেরোলেও মাত্র ৫৭৮ বেশি হওয়ার জন্য জন্য হন্ডা এসপি ১২৫ তালিকায় স্থান পেয়েছে৷

TVS Raider 125

টিভিএস রেডার নিঃসন্দেহে এই সেগমেন্টে সর্বাধিক ফিচারসমৃদ্ধ এবং স্পোর্টি ডিজাইনের বাইক৷ এতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, রাইডিং মোড, এবং আন্ডার সিট স্টোরেজের মতো ফিচার রয়েছে৷ আবার আগামীতে ব্লুটুথ কানেক্টিভিটি যোগ করা হতে পারে বলে অনুমান। বাইকটির বাজারমূল্য ৭৭,৫০০ টাকা (এক্স-শোরুম)।

Hero Splendor iSmart

কয়েক দশক ধরে ভারতীয়রা স্প্লেন্ডর নামটির সাথে ওতপ্রোতভাবে পরিচিত। হিরোহন্ডা সিডি ১০০-এর যোগ্য উত্তরসূরি হিসেবে বাজারে পদার্পণ করেছিল এটি। বর্তমানে এর আইস্মার্ট ভার্সনে সেন্সর নির্ভর ফুয়েল ইঞ্জেকশন, i3S টেকনোলজি, ডুয়েল টোন কালার এবং ডায়মন্ড ফ্রেমের মতো আধুনিক ফিচারগুলি যোগ করেছে হিরো। এখন বাইকটির দাম ৭০,৩৯০ টাকা (এক্স-শোরুম)।