আপনি কখন কি করছেন সব জানে Facebook, বন্ধ করার পদ্ধতি জেনে নিন

বর্তমান দিনে Facebook ব্যবহার করেন না এমন মানুষ খুব কমই আছেন। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। বিনিময়ে ফেসবুক আপনার বিভিন্ন ডেটা সংগ্রহ করে বিজ্ঞাপনের কাজে লাগায়। তবে এই অ্যাপটি ব্যবহার না করলেও, ফেসবুক বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ বা ওয়েবসাইট থেকেও ডেটা সংগ্রহ করে। কিন্তু আপনি চাইলেই এই ডেটা ট্র্যাকিং বন্ধ করতে পারেন। মার্ক জুকারবার্গের সংস্থাটি গত বছর তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন টুল নিয়ে এসেছে। এই টুলটি ব্যবহার করে থার্ড-পার্টি অ্যাপ এবং ওয়েবসাইট থেকে Facebook আপনার সম্পর্কে কী ডেটা নিচ্ছে তা দেখা যাবে। ‘অফ-ফেসবুক অ্যাক্টিভিটি’ (Off-Facebook Activity) নামে পরিচিত এই টুলটি ব্যবহারকারীদের এই ডেটা শেয়ারিং সেটিংস কন্ট্রোল করতে দেয়। এই টুলটি কীভাবে ব্যবহার করবেন, তা নীচে ধাপে ধাপে উল্লেখ করা হল:

কীভাবে Off-Facebook Activity অপশনে যাবেন

১. Facebook খুলুন এবং লগইন করুন।

২. এখন, উপরের ডানদিকে ড্রপ-ডাউন আইকনে ক্লিক করুন এবং Security and Privacy চয়ন করুন।

৩. এবার Settings-এ ক্লিক করুন এবং Your Facebook Information বেছে নিন।

৪. তারপরে, Off-Facebook Activity অপশনে ক্লিক করুন।

Facebook Off-Facebook Activity থেকে ইনফরমেশন অ্যাক্সেস করা সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইটগুলি কীভাবে দেখবেন

অফ-ফেসবুক অ্যাক্টিভিটি পেজে, Manage your off-Facebook activity-তে ক্লিক করুন। যাচাইকরণের জন্য আপনার পাসওয়ার্ড এন্টার করুন। এখানে আপনি আপনার Facebook অ্যাকাউন্টের সাথে সংযুক্ত সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইটগুলির তালিকা দেখতে পাবেন।

অ্যাপ এবং ওয়েবসাইটগুলির জন্য Off-Facebook Activity কীভাবে ডিজেবল করা যায়

১. উপরে উল্লিখিত ধাপগুলি অনুসরণ করুন এবং তারপরে অ্যাপ বা ওয়েবসাইটটি চয়ন করুন যার জন্য আপনি ফেসবুক অ্যাক্টিভিটি বন্ধ করতে চান।

২. সেটিতে ক্লিক করুন এবং ‘Turn off future activity’ বিকল্পটি খুঁজে পেতে নীচে স্ক্রোল করুন এবং ডিজেবল করুন

কীভাবে একবারে সমস্ত অ্যাপ এবং ওয়েবসাইটের জন্য Off-Facebook Activity ডিজেবল করবেন

১. অফ-ফেসবুক অ্যাক্টিভিটি পেজে Manage Future Activities-এ ক্লিক করুন।

২. তারপরে, পপআপে আবার Manage Facebook Activity-তে ক্লিক করুন।

৩. পরের পেজে, ভবিষ্যতের সমস্ত অফ-ফেসবুক অ্যাক্টিভিটি ডিজেবল করতে Future off-Facebook activity toggle টার্ন অফ করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন