Twitter New Logo: ১৭ বছর পুরোনো নীলপাখিকে উড়িয়ে দিলেন ইলন মাস্ক, কৌতুক নেটিজেনদের

অবশেষে Twitter-এর রিব্র্যান্ডিংয়ের দিকে পা বাড়ালেন নতুন মালিক ইলন মাস্ক, বদলে গেল পুরোনো লোগো।

Twitter Rebranding: অবশেষে সত্যি হল নেটদুনিয়ার চর্চা এবং পূর্ব সমস্ত ইঙ্গিত! Twitter কেনার এক বছর পর প্ল্যাটফর্মের লোগোই বদলে দিলেন ইলন মাস্ক। মালিকানা হস্তান্তরের পর থেকেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে একের পর এক পরিবর্তন আনছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তবে তাঁর সাম্প্রতিক পদক্ষেপ সমস্ত কিছুকেই ছাড়িয়ে গেছে – Twitter-এর চিরাচরিত ব্লু বার্ড অর্থাৎ নীল রঙের পাখির লোগো (যা এতদিন মানে বিগত ১৭ বছর ধরে প্ল্যাটফর্মটির স্বতন্ত্র পরিচয় বহন করত)-র বদলে এবার কালো রঙা ইংরেজি ‘X’ অক্ষর হাজির করেছেন তিনি। বর্তমানে Twitter-এর ওয়েব সংস্করণে এই নতুন লোগো প্রদর্শিত হচ্ছে, একইসাথে এই লোগো নিজের Twitter হ্যান্ডেলের প্রোফাইল পিকচার হিসেবে সেট করেছেন মাস্ক।

বিগত দু-তিন দিন ধরে রিব্র্যান্ডিংয়ের ইঙ্গিত দিচ্ছিলেন মাস্ক

হালফিলে টুইটারের রিব্র্যান্ডিংয়ের বিষয়টি নিয়ে নেটদুনিয়ার বেশ চর্চা চলছিল। মার্চ মাসে ‘X Corp’ নামে টুইটার কোম্পানিকে রেজিস্টার করা হয়। এরপর গত ২৩শে জুলাই টুইটারেই একটি টিজার ভিডিও প্রকাশ করে লোগো পরিবর্তন তথা নীল পাখিকে বিদায় জানানোর কথা বলেছিলেন ইলন মাস্ক। পাশাপাশি বিগত কয়েক দিনে একাধিকবার টুইটে এই ‘এক্স’ অক্ষরটি তিনি ব্যবহার করেন।

টুইটারের ওয়েবসাইট খুললে এই লোগো দেখা যাচ্ছে

এরপর আজ মাস্ক একটি টুইট করে সংস্থার হেডকোয়ার্টার বিল্ডিংয়ের বাইরের অংশে এক্স লোগোর প্রতিচ্ছবি শেয়ার করেন। এরই সাথে প্ল্যাটফর্মটিতে পরিবর্তন আসতে দেখা যায়। উল্লেখ্য, এখন টুইটারের ওয়েবসাইট খুললে স্ক্রিনে প্রথমেই কালো এক্স অক্ষর দেখা যাচ্ছে।

বদলাতে পারে Twitter-এর নামও

অনেকেই মনে করছিলেন যে, টুইটারের রিব্র্যান্ডিংয়ে এর নামও বদলে যাবে। সেক্ষেত্রে যেহেতু এর লোগো পরিবর্তনের বিষয়টি কার্যকরী হয়েছে, তাই আশা করা যায় খুব শীঘ্রই এর পুরনো নামও আর দেখা যাবেনা। তবে গোটা বিষয়টি নেটিজেনদের একাংশ খুব ভালো চোখে দেখছেননা। ক্লাসিক লোগো বদলে যাওয়ায় অনেকে ‘Rip Twitter’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার ইতিমধ্যেই প্ল্যাটফর্মটি ভরে গেছে ইউজারদের নানা কৌতুক-মিমে!