Vivo S13E শীঘ্রই ৫১২ জিবি মেমোরি সহ বাজারে আসছে, শক্তিশালী ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা

সম্প্রতি V2190A মডেল নম্বর সহ একটি নতুন ভিভো ফোন চীনের TENAA সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয় এবং এই সাইটের তালিকা থেকে ফোনটির সকল স্পেসিফিকেশনগুলিও সামনে আসে। TENAA- এর লিস্টিংটি দেখে কয়েকজন চীনা টিপস্টার দাবি করেন যে, এটি ভিভোর S-সিরিজের ডিভাইস হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই দাবি সত্যি করে এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, Vivo V2190A হ্যান্ডসেটটি শীঘ্রই Vivo S13E নাম সহ বাজারে পা রাখবে।

Vivo S13E শীঘ্রই আসছে বাজারে

টেক সাইট প্যাশনেটগিগজ (PassionateGeekz) তাদের নতুন রিপোর্টে একটি ছবি প্রকাশ করেছে, যা কোনও ধরণের সোর্স কোডের স্ক্রিনগ্র্যাব বলে মনে করা হচ্ছে। আর এটির মাধ্যমেই দাবি করা হয়েছে, ভিভো ভি২১৯০এ মডেলটিকে চীনের বাজারে ভিভো এস১৩ই নামে লঞ্চ করা হবে। যদিও এই ডিভাইসটির টেনা (TENAA) তালিকাটি এর সমস্ত প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে, তবে ভিভো এস১৩ই-এর কোনও ছবি এখনও এই সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যায়নি।

ভিভো এস১৩ই-এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Vivo S13E Expected Specifications)

ভিভো এস১৩ই ফোনে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১,০৮০ x ২,৪০০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। নিরাপত্তার জন্য, এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। এই ডিভাইসটি একটি ২.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। ভিভো এস১৩ই চীনের বাজারে সর্বাধিক ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে। তবে এই ফোনে কোনও মাইক্রোএসডি কার্ড স্লট পাওয়া যাবে না।

ফটোগ্রাফির জন্য, Vivo S13E-এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের লেন্স এবং আরও একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। Vivo S13E-এ পাওয়ার ব্যাকআপের জন্য, ৪,৬০৫ এমএএইচ (রেটেড ভ্যালু) ব্যাটারি দেওয়া হবে এবং এতে সম্ভবত ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এই আপকামিং হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অরিজিনওএস (OriginOS) কাস্টম স্কিনে রান বলে আশা করা হচ্ছে। এছাড়া, Vivo V2190A-এর পরিমাপ ১৫৯.৭ x ৭৩.৬ x ৮.৪৯ মিলিমিটার এবং ওজন ১৯০.৮ গ্রাম।

উল্লেখ্য, ভিভো আগামী মাসের প্রথমার্ধে তাদের আসন্ন Vivo X Fold এবং Vivo X Fold ফ্ল্যাগশিপ ফোন এবং Vivo Pad ট্যাবলেটটি লঞ্চ করবে বলে জানা গেছে। আর যেহেতু Vivo S13E মডেলটি ইতিমধ্যেই TENAA সার্টিফিকেশন সাইট থেকে অনুমোদন লাভ করেছে, তাই এটিও এপ্রিলের কোনো এক সময়ে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে।