Vodafone Idea আনল ২৫ টাকার ও ৫৫ টাকার দুটি রিচার্জ প্ল্যান, কি কি সুবিধা পাওয়া যাবে দেখে নিন

Vodafone Idea ওরফে Vi তাদের গ্রাহকদের জন্য দুটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করল। সদ্য ঘোষিত এই প্রিপেইড প্ল্যান দুটি হল মূলত ‘৪জি ডেটা ওনলি ভাউচার’ (4G data only vouchers), যেগুলির দাম রাখা হয়েছে ২৫ টাকা এবং ৫৫ টাকা। যার অর্থ, এই প্ল্যানগুলি ব্যবহার করার জন্য একটি বেস প্রিপেইড প্ল্যানের প্রয়োজন হবে গ্রাহকদের। প্রসঙ্গত চলতি মাসের শুরুতেই ৭৫ টাকার একটি নতুন ৪জি ডেটা ভাউচার প্যাককে পোর্টফোলিওতে যুক্ত করেছিল Vi, যার অধীনে সাত দিনের জন্য মোট ৬ জিবি ডেটা অফার করা হয়৷ তবে ৭৫ টাকার ডেটা প্যাকের থেকে নবাগত দুটি ডেটা ভাউচারের বেনিফিট সামান্য আলাদা।

Vodafone Idea -এর ২৫ টাকার ডেটা ভাউচার প্ল্যান

ভোডাফোন আইডিয়ার ২৫ টাকা দামের ৪জি ডেটা ভাউচার প্ল্যানে মোট ১.১ জিবি ডেটা মিলবে, যা শুধুমাত্র ১ দিনের জন্যই বৈধ থাকবে। প্রসঙ্গত ১৯ টাকার আরেকটি ১ দিনের বৈধতাসম্পন্ন ৪জি ডেটা ভাউচার প্যাক রয়েছে, যা গ্রাহকদের মোট ১ জিবি ডেটা অফার করে। ফলে, মাত্র ১০০ এমবি অধিক ডেটা ব্যবহার জন্য ৬টাকা বেশি কেন দেব? এই প্রশ্ন আপনি করতেই পারবেন। আসলে ভোডাফোন তাদের ২৫ টাকার নতুন ডেটা ভাউচার প্ল্যানের সাথে সাত দিনের জন্য হাঙ্গামা মিউজিক (Hungama Music) অ্যাপে অ্যাড-ফ্রি মিউজিক শোনার সুবিধা দিচ্ছে, আর এই কারণেই ৬ টাকা অধিক চার্জ করা হচ্ছে।

জানিয়ে রাখি, ভোডাফোন আইডিয়া কিছু সময় পূর্বে হাঙ্গামা মিউজিক সংস্থার সাথে অংশীদারিত্ব করেছিল। এই অংশীদারিত্বে, ভিআই গ্রাহকেরা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভিআই অ্যাপের মাধ্যমে অ্যাড-ফ্রি মিউজিক শোনার অভিজ্ঞতা পাবেন।

Vodafone Idea -এর ৫৫ টাকার ডেটা ভাউচার প্ল্যান

ভোডাফোন আইডিয়া ঘোষিত আরেকটি নতুন ডেটা ভাউচার প্ল্যানের দাম রাখা হয়েছে ৫৫ টাকা। এই ডেটা ভাউচারে মোট ৩.৩ জিবি ডেটা পাওয়া যাবে। পূর্ববর্তী ডেটা প্যাকের ন্যায় এর সাথেও অ্যাড-ফ্রি মিউজিক সুবিধা পাওয়া যাবে। তবে এই প্ল্যানে এক মাসের জন্য ভিআই অ্যাপ ব্যবহার করে আপনি নিজের পছন্দের গান শুনতে পারবেন।

Vodafone Idea -এর ১০৮ টাকার ডেটা ভাউচার প্ল্যান

২৫ টাকা এবং ৫৫ টাকার প্ল্যান ছাড়াও আরেকটি ডেটা ভাউচার প্ল্যান আছে, যা অ্যাড-ফ্রি মিউজিক বিকল্প অফার করে। বিদ্যমান এই ডেটা প্যাকের দাম ১০৮ টাকা, যার অধীনে আপনি ১৫ দিনের জন্য মোট ৬ জিবি ব্যবহার করতে পারবেন এবং একই সাথে দীর্ঘ তিন মাসের জন্য অ্যাড-ফ্রি গান শোনার সুবিধাও পাবেন।