হ্যাকার নাগাল পাবে না, ১৫০ মিলিয়ন অ্যাকাউন্টের জন্য টু-স্টেপ ভেরিফিকেশন আনছে Google

ইউজারদের সুরক্ষার দিকে নজর রাখতে Google যে সদা তৎপর একথা আমাদের সকলেরই জানা। নিরাপত্তা তথা সুরক্ষার স্বার্থে সংস্থাটি এর আগে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন Google এই বছরের শুরু থেকে ইউজারদের অ্যাকাউন্টের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে টু-স্টেপ ভেরিফিকেশন (2SV) এনাবেল করা শুরু করেছে। তবে টেক জায়ান্টটি এখন জানিয়েছে যে, তারা ২০২১ সালের শেষের দিকে এই প্রসেসের জন্য আরও ১৫০ মিলিয়ন Google ইউজারকে অটো-এনরোল করবে। সংস্থার মতে, অ্যাকাউন্ট এবং নেটওয়ার্কগুলিতে অননুমোদিত অ্যাক্সেস রোধ করার অন্যতম নির্ভরযোগ্য উপায় হল টু-স্টেপ ভেরিফিকেশন। Google অ্যাকাউন্ট হোল্ডারদের পাশাপাশি দুই মিলিয়ন YouTube ক্রিয়েটরদেরও বাধ্যতামূলকভাবে 2SV টার্ন অন করতে হবে।

একটি ব্লগ পোস্টে গুগল জানিয়েছে যে, তারা এই বছরের শেষের দিকে আরও অধিক সংখ্যক ইউজারদের জন্য 2SV বাধ্যতামূলক করতে চায়। এর অর্থ হল, ইউজারদের গুগল অ্যাকাউন্টে লগইন করার জন্য ফোন, ইমেল বা সিকিউরিটি কী-এর মাধ্যমে ভেরিফিকেশনের মতো একটি অ্যাডিশনাল স্টেপের মধ্য দিয়ে যেতে হবে। যদিও কোন সেটের ব্যবহারকারীদের 2SV ব্যবহার করতে হবে সে সম্পর্কে সংস্থার তরফ থেকে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

গুগল আরও জানিয়েছে যে, তারা এই বছর হাই-রিস্ক ইউজারদের জন্য ১০,০০০ টিরও বেশি সিকিউরিটি কী প্রোভাইড করার জন্য একাধিক সংস্থার সাথে অংশীদারিত্ব করেছে। ইউজারদের আরও নিরাপদ ও সুরক্ষিত ব্যবহারিক অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে সংস্থাটি 2SV ছাড়াও আরও অন্যান্য অনেক ফিচার আনার ওপর কাজ করছে বলেও জানা গেছে।

উল্লেখ্য যে Google, Android ইউজারদের জন্য একটি নতুন ফিচার রোলআউট করতে চলেছে, যার ফলে গুগল অ্যাপ মেনুতে Google Password Manager-এ সেভ থাকা পাসওয়ার্ডগুলি দেখা যাবে, অর্থাৎ সেগুলির অ্যাক্সেস পাওয়া যাবে। এর ফলে Android ইউজাররা বিভিন্ন প্ল্যাটফর্মে না গিয়ে একটি সেকশন থেকেই সমস্ত পাসওয়ার্ড ম্যানেজ করতে পারবেন। তবে ফিচারটি ঠিক কবে রোলআউট হবে সে সম্পর্কে সংস্থার পক্ষ থেকে সঠিকভাবে কিছু জানানো হয়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন