Amazon-এর এক্সচেঞ্জ অফারে এই দুর্দান্ত 5G স্মার্টফোন মাত্র ৪,০০০ টাকায় পাওয়া যাচ্ছে

বর্তমান সময়ে প্রায়দিন এত স্মার্টফোন লঞ্চ হচ্ছে যে গ্রাহকদের জন্য কোন হ্যান্ডসেট ছেড়ে কোনটি কেনা ভালো হবে – সেই সিদ্ধান্ত নেওয়া কিছুটা বিভ্রান্তিকর হয়ে উঠেছে। এক্ষেত্রে যারা নির্দিষ্ট ব্র্যান্ডের অনুরাগী হন বা বিশেষ কিছু ফিচার দেখে ফোন কিনতে চান তাদের জন্য বিভিন্ন ধরনের বিকল্প থেকে যেকোনো একটি ফোন বেছে নেওয়া সহজ হয়ে যায়। আবার যদি কেউ নিজের পকেটের হাল হকিকত বিচার করে ফোন কেনার বাজেট নির্ধারণ করে থাকেন তাহলে ফের সামনে আসে নানা অপশন। তবে এই মুহূর্তে আপনি যদি ৪,০০০ টাকার মধ্যে একটি ভাল অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য সুখবর হতে পারে। আসলে ৪,০০০-৫,০০০ টাকায় এমনিতে সাধারণ এন্ট্রি-লেভেল স্মার্টফোন পাওয়া যায় যাতে তেমন কিছু গুণমান পাওয়া যায় না। কিন্তু আজ আমরা Amazon India (অ্যামাজন ইন্ডিয়া)-র এমন একটি অফারের কথা বলব যেখানে প্রায় ২৩,০০০ টাকা দামের ফোন মিলবে ৪,০০০ টাকারও কমে।

Amazon-এ iQOO Z3 5G ফোন পাবেন ডিসকাউন্টে

এখন অ্যামাজন আইকো জেড ৫জি (iQOO Z3 5G)-এর ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দামের ওপর ২২% অফ পাবেন। এর ফলে ২২,৯৭৮ টাকার ফোনটি মিলবে ১৭,৯৯০ টাকা। এখানেই শেষ নয়! কারণ এর সাথে এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক অফার থাকবে৷ এক্ষেত্রে এক্সচেঞ্জ অফারে আইকোর এই মডেলটি কিনলে কমে ১৪,৭৫০ টাকা ছাড় পাওয়া যাবে। সব মিলিয়ে এর দাম পড়বে ৩,২৪০ টাকা। এ যে বেশ লোভনীয় অফার তা স্বীকার না করে উপায় নেই! এখন প্রশ্ন হল কিভাবে অফারটির ফায়দা তুলবেন? সেক্ষেত্রে বলি, আপনাকে যা করতে হবে তা হল আপনার এলাকায় এক্সচেঞ্জ অফার উপলব্ধ কিনা তা পরীক্ষা করে দেখুন। এছাড়াও, যে মডেলটি এক্সচেঞ্জ করছেন তার অবস্থা চেক করুন।

এই প্রসঙ্গে বলে রাখি, আইকো জেড ৫জির অন্য সংস্করণ অর্থাৎ ৮ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ওপরেও একই অফার রয়েছে। দামের ওপর ২৪% ছাড়ে ফোনটি ১৮,৯৯০ টাকায় মিলবে। আবার এই মডেলেও ১৪,৭৫০ টাকার এক্সচেঞ্জ ভ্যালু মিলবে যার ফলে এটি কেনা যাবে ৪,২৪০ টাকায়।

iQOO Z3 5G-তে Amazon-এ ব্যাঙ্ক অফার

এক্ষেত্রে নিম্নলিখিত তিনটি সুবিধা মিলবে:

১. এইচডিএফসি ব্যাঙ্ক মানিব্যাক+ ক্রেডিট কার্ডের সঙ্গে 10X ক্যাশপয়েন্ট এবং মানিব্যাক ক্রেডিট কার্ডের সঙ্গে 2X রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।

২. এইচডিএফসি ব্যাঙ্ক মিলেনিয়া ক্রেডিট কার্ডগুলিতে মিলবে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক৷

৩. এইচএসবিসি ক্যাশব্যাক কার্ড ট্রানজাকশনে ৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকবে৷