Jio-র খারাপ পরিষেবার জন্য Airtel ও Vi কে ৩,০৫০ কোটি টাকা জরিমানা, টেলিকম ট্রাইব্যুনালে আবেদন

Department of Telecommunications বা DoT -এর অন্যায্য দাবীর বিরুদ্ধে এবার টেলিকম ট্রাইব্যুনালে আবেদনের সিদ্ধান্ত নিলো ভারতী এয়ারটেল (Bharati Airtel) এবং ভোডাফোন-আইডিয়া (Vodafone-Idea)। সম্প্রতি দেশের টেলিকমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে এই দুই সংস্থার কাছে সম্মিলিতভাবে ৩,০৫০ কোটি টাকা জরিমানা জমা দেওয়ার নির্দেশ আসে। এরপরেই ডটের (DoT) সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে Airtel ও Vi উভয় সংস্থা জানিয়েছে যে তারা খুব দ্রুত এই নির্দেশের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দ্বারস্থ হবে।

টেলিকমিউনিকেশন বিভাগের সঙ্গে এয়ারটেল ও ভিআই গোষ্ঠীর দ্বন্দ্বের কারণ খুঁজতে হলে আমাদের পাঁচ বছর পিছনে ফিরে যেতে হবে। পিওআই (PoI) অর্থাৎ পয়েন্টস অফ ইন্টারকানেক্ট (Points of Inter-connect) ইস্যুকে কেন্দ্র Reliance Jio -র সঙ্গে বৈরিতার কারণে ট্রাই (TRAI) ২০১৬ সালে এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া (বর্তমানে Vi) সংস্থা তিনটির উপরে জরিমানা ধার্যের সুপারিশ করে। ট্রাইয়ের (TRAI) সুপারিশ মেনেই ডট এয়ারটেল এবং ভিআই গোষ্ঠীকে যথাক্রমে ২,০০০ ও ১,০৫০ কোটি টাকা জরিমানা জমা করার নোটিশ ধরায়। উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাসে টেলিকম বিভাগের শীর্ষ সিদ্ধান্তকারী দল জরিমানা আদায়ের রায়ে সিলমোহর দেয়।

ট্রাইয়ের স্বতোঃপ্রণোদিত ও একতরফা সুপারিশের উপরে ভিত্তি করে জরিমানা বরাদ্দ করার কারণে এয়ারটেল দেশের টেলিকমিউনিকেশন বিভাগের বিরুদ্ধে তাদের ক্ষোভ উগরে দেয়। এক্ষেত্রে তারা যে অত্যন্ত মর্মাহত হয়েছে সেটা এয়ারটেলের বক্তব্য থেকে টের পাওয়া গেছে। এর ফলে ভোডাফোন-আইডিয়াকে সঙ্গে নিয়ে তারা টেলিকম ডিসপিউটস সেটলমেন্ট অ্যান্ড অ্যাপেলেট ট্রাইব্যুনালে (Telecom Disputes Settlement and Appellate Tribunal) আবেদন করতে চলেছে বলে সূত্রের খবর।

অবগতির জন্য জানিয়ে রাখি, ২০১৬ সালে Reliance Jio তাদের ৭৫ শতাংশ কল ব্যর্থ হওয়ার জন্য অন্যান্য টেলিকম অপারেটরদের দায়ী করে। পিওআই (PoI) ঘটিত সমস্যার কারণেই অধিকাংশ কল ব্যর্থ হচ্ছে বলে তারা জানায়। এরপর সমস্ত দিক বিবেচনা করে দেশের টেলিকম নিয়ামক সংস্থা TRAI আলোচ্য টেলিকম সংস্থাগুলির উপরে জরিমানা আরোপের সুপারিশ করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন