চেরি ফুলের মতো হালকা মিষ্টি গোলাপী রঙের ফোন আনল Motorola, দেখলেই পছন্দ হবে

Motorola Razr 2023 যখন লঞ্চ হয়েছিল তখন এটি সেজ গ্রিন (সবুজ), ভ্যানিলা ক্রিম (সাদা) এবং সামার লাইলাক (বেগুনি) নামে তিনটি আকর্ষণীয় কালার অপশনে উপলব্ধ ছিল। লেনোভোর (Lenovo) অধীনস্থ ব্র্যান্ডটি এখন তাদের ওই ফ্লিপ-ফোল্ড স্মার্টফোনটির জন্য এক নতুন নজরকাড়া রঙের ঘোষণা করেছে, যার পোশাকি নাম চেরি ব্লসম (Cherry Blossom)।

Motorola Razr 2023 নতুন চেরি ব্লসম কালারে লঞ্চ হল

মোটোরোলা রেজার ২০২৩-এর নতুন চেরি ব্লসম কালার আমেরিকার লঞ্চ হয়েছে। নাম অনুসারে, ফ্লিপ ফোনটি এখন থেকে চেরি ফুলের মতো হালকা গোলাপী রঙের বিকল্পে মিলবে। তবে নতুন রঙ ছাড়া অবশ্য মোটোরোলা রেজারে আর কিছু পরিবর্তন করা হয়নি। স্ট্যান্ডার্ড মডেলের মতোই এতে ৬.৯ ইঞ্চির ফোল্ডেবল এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করে।

কভার ডিসপ্লেটি ছোট ১.৫ ইঞ্চির প্যানেল, যা ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপের ঠিক পাশেই অবস্থান করছে। ফোনটির সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। মোটোরোলা রেজার ২০২৩ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর দ্বারা চালিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷

এছাড়া, ফোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.৩, অ্যান্ড্রয়েড ১৩ ওএস এবং নিরাপত্তার জন্য একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। বর্তমানে আমেরিকার বাজারে Motorola Razr 2023 স্মার্টফোনটি ৪৯৯.৯৯ ডলার (প্রায় ৪১,৬৪৮ টাকা) মূল্যে উপলব্ধ।