ছিটকে‌ গেলেন কনওয়ে, পরিবর্তে কোহলি-রোহিতদের আউট করা এই ৩৬ বছর বয়সী বোলারকে দলে নিল CSK

নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের তত্ত্বাবধানে চেন্নাই সুপার কিংস চলমান আইপিএলে ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় এখন তৃতীয় স্থানে আছে।

আইপিএলে (IPL 2024) অংশগ্রহণ করলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্রিকেটাররা বিশেষভাবে ভাবনাচিন্তা করছেন। অনেকেই আবার বিশ্বকাপের আগে ম্যাচের চাপ কমানোর জন্য এবং সুস্থ থাকার জন্য আইপিএলের মতো টুর্নামেন্ট এড়িয়ে যেতে চাইছেন। এবার এর মধ্যেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) গুরুত্বপূর্ণ ওপেনার ডেভন কনওয়ে (Devon Conway) এই টুর্নামেন্ট থেকে বেড়িয়ে গেলেন।

নিউজিল্যান্ডের অন্যতম ক্রিকেটার ডেভন কনওয়ে ২০২২ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে অংশগ্রহণ করছেন। গত বছর তিনি এই দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন।ডেভন কনওয়ে এখনও পর্যন্ত আইপিএলে ২৩ ম্যাচে মোট ৯২৪ রান করেছেন। এমনকি গত বছর এই টুর্নামেন্টের ফাইনালে ৪৭ রান করে চেন্নাইকে জয় এনে দিতে এই কাউই ব্যাটসম্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।কিন্তু এই বছর আইপিএলের প্রথম থেকেই তিনি চোটের কারণে অংশগ্রহণ করেছিলেন না।

এবার সম্পূর্ণ টুর্নামেন্ট থেকেই ডেভন কনওয়ে বেরিয়ে গেলেন। তার বদলে চেন্নাই ইংল্যান্ডের অন্যতম পেসার রিচার্ড গ্লিসনকে (Richard Gleeson) দলে নিয়েছে। ভিত্তি মূল্য ৫০ লক্ষ টাকার বিনিময়েই তিনি দলে এসেছেন। এখনও পর্যন্ত রিচার্ড দেশের হয়ে মোট ৬ ম্যাচে ৯ টি উইকেট সংগ্রহ করেছেন। এছাড়াও তার ৯০ টি টি-টোয়েন্টি ম্যাচে মোট ১০১ টি উইকেট সংগ্রহে আছে। রিচার্ড ২০২২ সালে দেশের হয়ে ভারতের বিপক্ষে অভিষেক করেছিলেন।‌ এই ম্যাচে ইংলিশ পেসার পরপর রোহিত শর্মা, ঋষভ পান্থ এবং বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়ে সকলকে চমকে দেন।

তারপর একাধিক উত্থান পতনের মধ্যে দিয়ে রিচার্ড ক্রিকেট জীবনকে এগিয়ে নিয়ে গেছেন। চোট সমস্যা এক সময় তাকে অনেকটাই পিছনে ফেলে দেয়। এবার আইপিএলে অভিষেক করে রিচার্ড গ্লিসন কতটা প্রভাব ফেলতে পারেন এখন সেটাই দেখার বিষয়। অন্যদিকে নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের তত্ত্বাবধানে চেন্নাই সুপার কিংস চলমান আইপিএলে ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয়লাভ করে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে আছে। তারা পরবর্তী ম্যাচে আগামীকাল লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে।