Maruti Alto-র চিন্তা বাড়িয়ে আজ ভারতে 4 লাখি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ, এক চার্জে চলবে 200 কিমি

বাণিজ্য নগরী মুম্বাইতে বেড়ে ওঠা সংস্থা PMV Electric ভারতীয় বাজারে আজ তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে। যা দেশের সবচেয়ে সস্তা ব্যাটারি চালিত চার চাকা হিসাবে আত্মপ্রকাশ করবে। প্রতিদিনের যাতায়াতের জন্য কম্প্যাক্ট আকারে আসবে এটি। সংস্থার দাবি, গাড়িটি পার্সোনাল মবিলিটি ভেহিকেল (PMV) নামক এক নতুন সেগমেন্টে অর্ন্তভুক্ত। এর নামকরণ করা হয়েছে EaS-E। নিত্যদিন যাতায়াতের আদর্শ এটি।

পিএমভি ইলেকট্রিক জানিয়েছে, EaS-E গাড়িটির দাম ৪ লাখ থেকে ৫ লাখ টাকার মধ্যে রাখার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই মডেলটির প্রটোটাইপ সংস্করণ তৈরি হয়ে গিয়েছে। বাণিজ্যিকভাবে এই মডেলটির উৎপাদনের কাজ চলছে এই মুহূর্তে। শহরাঞ্চলের যাতায়াতের জন্য তৈরি এই বৈদ্যুতিক গাড়িটির দৈর্ঘ্য ২,৯১৫ মিমি প্রস্থ ১,১৫৭মিমি ও উচ্চতা ১,৬০০ মিমি। গাড়িটির হুইলবেশের দৈর্ঘ্য ২,০৮৭ মিমি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৭০ মিমি। EaS-E এর কার্ব ওজন প্রায় ৫৫০ কেজি।

তিনটি আলাদা ভ্যারিয়েন্টে মিলবে পিএমভি-র এই মডেলটি। সম্পূর্ণ চার্জে ১২০ থেকে ২০০ কিলোমিটার পথ চলতে পারবে। ভ্যারিয়েন্ট অনুযায়ী ড্রাইভিং রেঞ্জ আলাদা হবে। গাড়িতে থাকা ব্যাটারিটি মাত্র চার ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। সঙ্গে তিন কিলোওয়াট এসি চার্জার সরবরাহ করবে সংস্থা।

ডিজাইনের প্রসঙ্গে বলতে গেলে PMV EaS-E-র সামনের দিকে থাকবে গোলাকার হেডলাইট এবং তার সাথে রয়েছে লম্বা এলইডি লাইট বার যা গাড়িটির দুই ধার পর্যন্ত বিস্তৃত। এছাড়াও ছোট এলইডি ল্যাম্প এবং পিছনের দরজায় অনুভূমিকভাবে রয়েছে লাইট বার। EaS-E মডেলটি সম্ভবত চারটি দরজার কম্বিনেশনেই আত্মপ্রকাশ করবে। এছাড়াও ডিজিটাল ইনফোটেনমেন্ট সিস্টেম, ইউএসবি চার্জিং পোর্ট, এয়ার কন্ডিশনার, রিমোটের মাধ্যমে চাবি ছাড়া এন্ট্রি, রিমোট পার্ক অ্যাসিস্ট, ক্রুজ কন্ট্রোল, ইত্যাদির মত অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে এতে। যদিও গাড়িটির সমস্ত স্পেসিফিকেশন সংস্থার তরফ থেকে জানানো হয়নি তাই এগুলিতে সামান্য পরিবর্তন হলেও হতে পারে।