হুরমুড়িয়ে বিক্রি হচ্ছে Poco M3, সাড়ে সাত লক্ষ বিক্রি ছাড়ালো

গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার দু’মাস কেটে যাওয়ার পর অবশেষে ফেব্রুয়ারিতে Poco M3 ভারতে পা রেখেছিল। অপেক্ষা ছিল অনেকদিনের, ফলে প্রথম সেলেই দেখা যায় যে, স্মার্টফোনটি হুরমুড়িয়ে বিক্রি হয়েছে। সেই সময় ফোনটির দেড় লাখের বেশি ইউনিট অনলাইনে বিক্রি হয়েছিল। লঞ্চের এক মাস যেতেই সেই সংখ্যা ৫ লক্ষ ছাড়িয়ে যায়। একটু বিলম্ব হলেও জুনে Poco M3 স্মার্টফোনটি আরও একটি মাইলফলক স্পর্শ করল।

ভারতে পোকোর অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত ব্র্যান্ডটি পোকো এম৩ ফোনটির সাড়ে সাত লাখের বেশি ইউনিট বেচতে পেরেছে। যার অর্থ হল, পাঁচ লক্ষ ইউনিটের সেলস থেকে সাড়ে সাত লক্ষে পৌঁছাতে পোকো তিন মাসের কাছাকাছি সময় নিয়েছে।

শুরুটা ভাল হলেও শেষের দিকে পোকো এম৩-এর বিক্রি স্লথ হয়ে যাওয়ার কারণটা কী? জবাব হিসেবে সেগমেন্টে রেডমি নোট ১০-এর মতো একের পর এক স্মার্টফোন লঞ্চ হওয়ার ঘটনাকে চিহ্নিত করা যায়। তবে, আর কয়েক মাসের মধ্যেই স্মার্টফোনটির বিক্রি ১ মিলিয়ন (১০ লক্ষ) ছাড়িয়ে যাবে বলেই আমরা আশা রাখছি।

Poco M3 sells over 750k unit in India

Poco M3-এর বিক্রি কিন্তু আরও বেশি পরিমাণে হওয়ার সুযোগ ছিল। বিপুল ছাড়ের জন্য অনলাইনে স্মার্টফোন বিক্রি বেড়েছে ঠিকই৷ কিন্তু, এখনও অধিকাংশ মানুষ অফলাইনে নিজে হাতে পরখ করে স্মার্টফোন কিনতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করেন। ফলে বিক্রির জন্য কেবলমাত্র ই-কমার্স সাইটকে বেছে নেওয়া এবং অফলাইন মার্কেটে অনুপস্থিতি Poco M3 স্মার্টফোনের বিক্রি কিছুটা হলেও মন্থর করেছে।

পোকো এম৩ ফোনের ফিচারের কথা বললে, এতে আছে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৩৪০) ওয়াটারড্রপ ডিসপ্লে, ৬,০০০ এমএএইচ ব্যাটারি, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির দাম শুরু হয়েছে ১০,৯৯৯ টাকা থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন