YouTube Live Ring: TikTok-এর মত Live Ring ফিচার আনল YouTube, কীভাবে কাজ করবে জেনে নিন

New YouTube Live Ring: জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube (ইউটিউব) এবার ‘Live Ring’ (লাইভ রিং) নামে নতুন একটি ফিচার চালু করল। রিং নামকরণের কারণ, ফিচারটিতে একটি লাল রঙের রিং কোনো YouTube চ্যানেলের চারপাশে লাইভ স্ট্রিমিংয়ের দরুন প্রদর্শিত হবে। এতে লাইভ স্ট্রিমিংয়ের সময় নির্দিষ্ট চ্যানেলকে সহজেই চেনা যাবে। উল্লেখ্য এই লাল রঙের লাইভ রিং বৈশিষ্ট্যটি হুবহু TikTok-এর অনুরূপ হবে, যার কিছু পরশ ইতিমধ্যে টুইটার স্পেসেও দেওয়া হয়েছে।

Live Ring, লাইভ স্ট্রিমিং ভিডিও অনুসন্ধান সহজ করে দেবে

ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার নীল মোহন টুইট করেছেন যে ইউটিউবের প্রচেষ্টা হল ব্যবহারকারীরা যাতে সহজে লাইভ স্ট্রিমিং চ্যানেলগুলি খুঁজে পায়। এক্ষেত্রে ইউটিউব ভিডিও ক্রিয়েটররা যখন লাইভ স্ট্রিমিং করবেন, তখন তাদের চ্যানেলের চারপাশে একটি লাল বৃত্ত তৈরি হবে; এখানে ক্লিক করলে ব্যবহারকারীরা সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের সাথে যুক্ত হবেন।

উল্লেখ্য, ইনস্টাগ্রাম বা টুইটারেও একই ধরনের ফিচার দেওয়া হয়েছে। ফলত এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও লাইভ স্ট্রিমিংয়ের সময় প্রোফাইল পিকচারের চারপাশে একটি বৃত্তাকার রিং তৈরি দেখা যাবে।

শর্ট ভিডিও, লাইভ এবং VOD-তে বিনিয়োগ করবে YouTube

নতুন ফিচারের উল্লেখ ছাড়াও মোহন ঘোষণা করেছেন যে, কোম্পানি, ২০২২ সালে শর্ট ভিডিও, লাইভ ভিডিও এবং ভিডিও অন ডিমান্ড (VOD)-এর খাতে আরও বেশি বিনিয়োগ করবে। এর সাথে কোম্পানিটি মনিটাইজেশন অপশনেও কাজ করবে।