Mi Mix 4 আসছে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ, TENAA লিস্টিং থেকে ফাঁস নতুন তথ্য

আগামী মাসেই নতুন ফ্ল্যাগশিপ ফোন নিয়ে হাজির হতে পারে Xiaomi। হাই-এন্ড স্পেসিফিকেশযুক্ত আসন্ন এই স্মার্টফোনের নাম Mi Mix 4 হবে বলে শোনা যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, Mi Mix 4-এর মডেল নম্বর M206118C। এই মডেল নম্বরের সাথে স্মার্টফোনটি ইতিমধ্যেই চীনের 3C ও TENAA সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে। তবে আজ TENAA-র লিস্টিং আপডেট হওয়ার ফলে ফোনটি সম্পর্কিত কয়েকটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে।

Mi Mix 4 দু’টি মেমরি ভ্যারিয়েন্টে আসছে

টেনার আপডেটেড লিস্টিং অনুসারে এমআই মিক্স ৪ দু’টি ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এছাড়া এমআই মিক্স ৪ অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজে ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে জল্পনা রয়েছে।

Mi Mix 4 এর স্পেসিফিকেশন

এমআই মিক্স ৪ স্মার্টফোনে কার্ভড এজযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওলেড ডিসপ্লে দেওয়া হবে। শাওমির এই ওলেড স্ক্রিনের মধ্যেই থাকবে অদৃশ্য সেলফি ক্যামেরা। শাওমির প্রথম আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরার ফোন হবে এটি।

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর বা এর থেকেও শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর সহযোগে এমআই মিক্স ৪ আসতে পারে। এমআই মিক্স ৪-এর পেছনে তিনটি ক্যামেরা থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা রূপে থাকবে স্যামসাংয়ের GN1 সেন্সর। ফোনটিতে ১২০ ওয়াট র‌্যাপিড চার্জিং এবং ৭০ ওয়াট বা ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন