Mahindra Thar Armada: মাহিন্দ্রার নয়া SUV থার আর্মাডা, থাকবে শক্তিশালী টার্বো ইঞ্জিন

ভারতে লাইফস্টাইল ভেহিকেল সেগমেন্ট হঠাৎই যেন চাহিদার জোয়ার এসেছে। যেক্ষেত্রে সর্বাগ্রে রয়েছে Scorpio N, Thar, Hilux, Wrangler-এর মতো বাহুবলী মডেল। তবে গাড়িগুলির মধ্যে মাহিন্দ্রার (Mahindra) দ্বিতীয় প্রজন্মের Thar হট-কেকের মতো বিকোচ্ছে। ডিজাইন এবং সক্ষমতার জন্য এই এসইউভি আজকাল ক্রেতাদের প্রথম পছন্দ। আবার গাড়িটির ফাইভ ডোর ভার্সন মাহিন্দ্রা সামনের বছরই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। জল্পনা বাড়িয়ে অফ-রোড মডেলটির একটি নতুন নাম ট্রেডমার্কও করেছে সংস্থা।

Mahindra Thar Armada

ভারতে 5-door Thar লঞ্চের জন্য মাহিন্দ্রা মোট সাতটি নামের ট্রেডমার্ক দায়ের করেছে। যার মধ্যে লেটেস্ট প্রথম নামটি হচ্ছে Mahindra Thar Armada। সম্ভবত এটিই ফাইভ-ডোর থারের নামকরণে ব্যবহৃত হবে বলে অনুমান করা হচ্ছে। আর ট্রেডমার্ক করা বাকি নামগুলি হচ্ছে Thar Savannah, Thar Cult, Thar Rex, Thar Roxx, Thar Gladius ও Thar Centurion।

Mahindra Thar 5-door ডিজাইন

পাঁচ দরজা ভার্সনের মাহিন্দ্রা থার দেখলে American অফ-রোডারের কথা মনে পড়বে। তবে এর সবচেয়ে বড় আকর্ষণ, রোড প্রেজেন্স। আগের চাইতে আপনার আকৃতিতে বড় হওয়ায় এটি সকলের নজর কাড়তে বাধ্য। এতে উপস্থিত ডিআরএল সমেত নতুন এলইডি হেডল্যাম্প, নয়া অ্যালয় হুইল ও নতুন টেলল্যাম্প। পাঁচ দরজা থারের পেছনের সারিতে যাত্রীদের বসার জন্য ব্যবস্থা থাকছে। এতে বুট স্পেসের কোন কমতি নজরে পড়বে না। ফিচারের তালিকায় বড় ইনফোটেনমেন্ট ইউনিট, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে এবং সানরুফ থাকবে।

Mahindra Thar 5-door স্পেসিফিকেশন

Mahindra Thar 5-door-এর স্বভাবতই আগের চাইতে হুইলবেস বাড়ানো হয়েছে। এতে স্করপিও এন এর পেন্টালিঙ্ক সাসপেনশন সেটআপ ও রিয়ার ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। টার্বো পেট্রোল মডেলটি থেকে সর্বোচ্চ ২০০ এইচপি শক্তি এবং ৩৮০ এনএম টর্ক উৎপন্ন হতে পারে বলে অনুমান। অন্যদিকে ডিজেল মডেলটির আউটপুট হতে পারে ১৭২ এইচপি এবং ৪০০ এনএম। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনে উপলব্ধ হবে।