১০০ টাকা থেকে মিলবে আনলিমিটেড কল, ২ জিবি পর্যন্ত ডেটা ও আরো নানা সুবিধা; BSNL-এর এই সেরা প্ল্যানগুলি দেখে নিন

রিচার্জ ট্যারিফের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে Reliance Jio, Airtel, Vi -এর মতো দেশের প্রধান টেলকোগুলির গ্রাহকেরা বর্তমানে যারপরনাই অখুশি। তবে গ্রাহকের কথা বিবেচনা করে সংস্থাগুলি কোনমতেই রিচার্জ ট্যারিফের দাম কমাতে রাজি নয়। এহেন পরিস্থিতিতে সস্তা রিচার্জ বিকল্পের খোঁজ পেতে চাইলে আগ্রহীরা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (বিএসএনএল)-এর পরিষেবা গ্রহণ করতে পারেন। আসলে এই মুহূর্তে BSNL (ভারত সঞ্চার নিগম লিমিটেড) অত্যন্ত কম খরচে একাধিক রিচার্জ প্ল্যান অফার করে থাকে যেগুলি গ্রাহকদের পক্ষে খুবই লাভজনক হতে পারে। আসুন এদের মধ্যে কিছু প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১০০ টাকার কম খরচে উপলব্ধ BSNL প্ল্যান

এক্ষেত্রে শুরুতেই STV_49 প্ল্যানের কথা বলা যায়। ৪৯ টাকার বিনিময়ে উপলব্ধ এই প্ল্যান রিচার্জ করলে ১০০ মিনিট ভয়েস কলিং মিনিট সহ ২ জিবি ডেটা খরচের সুবিধা পাওয়া যাবে। এটি ২৪ দিনের ভ্যালিডিটিসহ বিদ্যমান। এরপর আমরা STV_99 অর্থাৎ ৯৯ টাকার বিনিময়ে রিচার্জযোগ্য প্ল্যানের কথা উল্লেখ করতে পারি। ২২ দিনের ভ্যালিডিটি সহ উপলব্ধ এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কল করার সুযোগ দেবে। এছাড়া রয়েছে STV_97 অথবা ৯৭ টাকার বিনিময়ে রিচার্জ প্ল্যান। এটি ১৮ দিনের বৈধতায় দৈনিক ২ জিবি ডেটা ও আনলিমিটেড ভয়েস কল করার স্বাধীনতা প্রদান করবে।

২০০ টাকার কম খরচে উপলব্ধ BSNL প্ল্যান

২০০ টাকার কম দামে উপলব্ধ লাভজনক বিএসএনএল রিচার্জ প্ল্যানের আলোচনায় Voice_135 প্যাকের কথা সর্বপ্রথমে উল্লেখ্য। ১৩৫ টাকার বিনিময় এই প্যাক রিচার্জ করলে ২৪ দিনের পরিষেবা মেয়াদে পুরো ১,৪৪০ মিনিট ভয়েস কল করার সুযোগ মিলবে। এরপর বলতে হয় STV_118 প্ল্যানের কথা। ১১৮ টাকা মূল্যের এই স্পেশাল ট্যারিফ ভাউচার বেছে নিলে দৈনিক ০.৫ জিবি ডেটা খরচের সাথে অফুরন্ত ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। প্ল্যানের পরিষেবা মেয়াদ ২৬ দিন।

উপরের প্ল্যানদুটি ছাড়াও ১৪৭ টাকার বিনিময়ে উপলব্ধ STV_147 রিচার্জ করলে সর্বমোট ১০ জিবি ডেটা খরচের সাথে রিচার্জকারী অফুরন্ত ভয়েস কল করতে পারবেন। উপরন্তু পুরো ৩০ দিনের পরিষেবা মেয়াদে বিদ্যমান এই প্ল্যানের সঙ্গে BSNL Tunes সাবস্ক্রিপশন পুরোপুরি বিনামূল্যে মিলবে। এছাড়া ২০০ টাকার কম দামে BSNL গ্রাহকেরা STV_185 অথবা Voice_187 রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানদুটি যথাক্রমে ১৮৫ এবং ১৮৭ টাকার বিনিময়ে রিচার্জযোগ্য। এক্ষেত্রে প্রথম প্ল্যানটি বেছে নিলে গ্রাহকেরা ২৮ দিনের মেয়াদে দৈনিক ১ জিবি ডেটা এবং ১০০ এসএমএস খরচ এর পাশাপাশি অফুরন্ত ভয়েস কল করার সুবিধা পাবেন। সাথে থাকবে বিনামূল্যে BSNL Tunes সাবস্ক্রিপশন। অন্যদিকে ১৮৭ টাকার রিচার্জ বিকল্পটি বেছে নিলে ১ জিবির বদলে দৈনিক ২ জিবি ডেটা খরচ করা যাবে। এর বাকি সুবিধাগুলি ১৮৫ টাকার প্ল্যানের অনুরূপ।