জিরো ডাউন পেমেন্টে বাইক-স্কুটার নিতে ভিড়, প্রতি দু’মিনিটে একটি করে গাড়ি বিক্রির রেকর্ড সংস্থার

উৎসবের মরসুম উপলক্ষ্যে অন্যান্য অটোমোবাইল ব্র্যান্ডের মতো হরেক রকম ডিসকাউন্ট চালু করেছিল
জয়পুরের বৈদ্যুতিক টু হুইলার নির্মাতা হপ ইলেকট্রিক মোবিলিটি (Hop Electric Mobility)। যার সুফল হাতেনাতে পেল তারা। ধনতেরাস ও দীপাবলিতে প্রতি দুই মিনিটে (ওয়ার্কিং আওয়ারস বা কাজের সময়) একটি করে ইলেকট্রিক স্কুটার ও বাইক বিক্রি করেছে সংস্থা। সব মিলিয়ে যা পাঁচশোর বেশি। স্পেশাল অফার ও ছাড়ের কারণেই বিক্রিবাটায় এমন জোয়ার এসেছে বলে মনে করছে হপ।

Hop Electric প্রতি দু’মিনিটে একটি করে ইলেকট্রিক টু হুইলার বিক্রি করেছে

এবার পুজোয় বহু ক্রেতা Hop LEO ও LYF ইলেকট্রিক স্কুটারের হাই-স্পিড ও লো-স্পিড দুই ধরনের মডেলই কিনেছেন। সংস্থার বিভিন্ন মডেলের ই-স্কুটারের দাম ৬৯,০০০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। উৎসবের আমেজ তীব্র করতে হপ তাদের LYF মডেলটি ১,৮৯৯ টাকার মাসিক কিস্তিতে কেনার সুযোগ দিয়েছিল। যেখানে LEO বাড়ি আনার জন্য ২,১৯৯ টাকার ইএমআই রাখা হয়েছিল। আর OXO ই-বাইকের ক্ষেত্রে ৩,৪৯৯ টাকা মাসিক কিস্তি ধার্য হয়েছিল।

হপ ইলেকট্রিক মোবিলিটি-র প্রতিষ্ঠাতা এবং সিইও কেতন মেহতা বলেন, “উৎসবের মরসুম ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টের ঘুরে দাঁড়ানোর প্রমাণ দিয়েছে। সরকারের পরিসংখ্যান অনুযায়ী আগের মাসে দেশে ৭১,০০০-এর বেশি বৈদ্যুতিক দু’চাকার গাড়ি বিক্রি হয়েছে।”

মেহতা যোগ করেন, “পরিবেশবান্ধব যানবাহনের সাথে নিজেদের জোড়ার ক্ষেত্রে অনন্য সুযোগ দিয়েছে এবারের উৎসবের মাস। পাশাপাশি এই দারুণ ডিল উপভোগ করতে পেরেছেন। আমরা আমাদের ক্রেতাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা আমাদের ব্র্যান্ডের প্রতি ভরসা রেখেছে।” প্রসঙ্গত, হপ ইলেকট্রিক জিরো ডাউনপেমেন্ট, ৫,১০০ টাকার বেনিফিট এবং সহজ কিস্তি অফার করছে।