VPN Ban: বাড়ছে সাইবার অপরাধ, ভারতে ভিপিএন নিষিদ্ধ করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

সংসদীয় স্থায়ী কমিটি, ভারতে ভিপিএন পরিষেবা (VPN Service) বন্ধ করার জন্য সরকারকে সুপারিশ করল। তাদের দাবি এই পদক্ষেপ সাইবার অপরাধীদের এবং অন্যান্য ঘৃণ্য কর্মকান্ডের পর্দাফাঁস করতে সহায়তা করবে। সরকারকে কমিটি জানিয়েছে, বিশ্বজুড়ে ভিপিএন পরিষেবার সহজপ্রাপ্যতা, সাইবার অপরাধীদের নিরাপত্তা প্রটোকল বাইপাস করতে সাহায্য করছে। ফলে ভারতে স্থায়ী ভাবে ভিপিএন পরিষেবা ব্যান করা উচিত।

MediaNama-র রিপোর্টে অনুযায়ী, কমিটি উদ্বেগের সাথে জানিয়েছে, “ভিপিএন পরিষেবা ও ডার্ক ওয়েব, সাইবার সিকিউরিটির সমস্ত স্তর ভেঙে অপরাধীদের অনলাইনে বেনামে থাকার অনুমতি দেয়। যে কেউ খুব সহজেই ভিপিএন ডাউনলোড করতে পারে, কারণ অনেক ওয়েবসাইট এই ধরনের পরিষেবা বিনামূল্যে দিয়ে থাকে। সেই কারণে কমিটি সুপারিশ করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় যৌথভাবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সহযোগিতায় এই ধরনের ভিপিএন পরিষেবা স্থায়ীভাবে ব্লক করুক।”

রিপোর্টে আরো বলা হয়েছে, “কমিটির অনুরোধ, এই ভিপিএনগুলি যে স্থায়ীভাবে ব্লক আছে তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সংস্থার সাথে একটি সমন্বয় প্রক্রিয়াও তৈরি করতে হবে। পাশাপাশি ভিপিএন এবং ডার্ক ওয়েবের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য মন্ত্রণালয়কে অবশ্যই অত্যাধুনিক প্রযুক্তির আরো উন্নতি ও বিকাশের মাধ্যমে ট্রাকিং এবং নজরদারি প্রক্রিয়া কে শক্তিশালী করার উদ্যোগ নিতে হবে।”

উল্লেখ্য, বিগত মাসগুলিতে অতিমারির কারণে ভারতের বিশাল আউটসোর্সড আইডি পরিষেবা ও কল সেন্টার সার্ভিস দূর থেকে (পড়ুন বিশ্বজুড়ে) কাজ করার জন্য ভিপিএন পরিষেবার ওপর ব্যাপক নির্ভরশীল হয়ে পড়েছে। এছাড়া শিক্ষা, বিনোদন ও যোগাযোগের উদ্দেশ্যে ভারতে ভিপিএন পরিষেবা ব্যবহার হয়। ফলে সরকার ভবিষ্যতে কমিটির সুপারিশ মেনে এসবের বিরুদ্ধে গিয়ে কোনো পদক্ষেপ নেয় কিনা তা এখন দেখার বিষয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন