Lenovo Halo গেমিং স্মার্টফোন চলতি বছরে 16GB র‍্যাম‌ ও Snapdragon 8 Gen 1 প্রসেসরের সাথে আসছে

সম্প্রতি জানা গেছে লেনোভো (Lenovo) শীঘ্রই বাজারে নিয়ে আসবে অভিনব ডিজাইন ও দুর্দান্ত মেমরি কনফিগারেশন যুক্ত Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোনটি। তবে বলা হচ্ছে শুধু এটিই নয়, এবছর আরও একটি গেমিং ফোন বাজারে আনবে চীনা সংস্থাটি, যার নাম Lenovo Halo। এক জনপ্রিয় টিপস্টার এই নতুন গেমিং ডিভাইসটির প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছেন। জানা গেছে Lenovo Halo গেমিং স্মার্টফোনে থাকবে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর, সর্বাধিক ১৬ জিবি র‍্যাম এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। উল্লেখ্যযোগ্যভাবে, লেনোভোর অন্যান্য গেমিং ফোনের মতো এই মডেলে ভিন্ন ডিজাইনের পরিবর্তে সাধারণ স্ট্যান্ডার্ড স্মার্টফোনের ডিজাইন থাকবে বলে জানা গেছে এবং আশা করা হচ্ছে Lenovo Halo এবছর তৃতীয় ত্রৈমাসিকে বাজারে পা রাখবে।

আসছে Lenovo Halo গেমিং স্মার্টফোন

টিপস্টার ইভান ব্লাস (@evleaks) টুইটারে লেনোভোর নতুন গেমিং-কেন্দ্রিক স্মার্টফোনটি স্পেসিফিকেশনগুলি শেয়ার করেছেন। টুইটে বলা হয়েছে, এই চীনা সংস্থাটি বর্তমানে লেনোভো হালো নামে একটি স্মার্টফোনের ওপর কাজ করছে, যেটি কোম্পানির ‘লিজিয়ন’ ব্র্যান্ডিংটি বহন করবে। টুইটারে পোস্ট করা হ্যান্ডসেটের ছবি অনুযায়ী, নতুন লেনোভো হালো ফোনটি একটি সাধারণ স্মার্টফোনের মতোই দেখতে হবে। এর বডিতে কোনও আরজিবি (RGB) লাইট বা কাস্টমাইজড গেমিং হার্ডওয়্যার থাকবে না। এছাড়া, ফাঁস হওয়া ছবিটিতে গেমিং হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও কোম্পানির ‘লিজিয়ন’ ব্র্যান্ডিংটি দেখতে পাওয়া যাচ্ছে।

https://twitter.com/evleaks/status/1485640236126420996

লেনোভো হালো- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Lenovo Halo Expected Specifications)

টিপস্টার দাবি করেছেন, লেনোভো হালো স্মার্টফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ POLED ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৩০০ হার্টজ।

পারফরম্যান্সের জন্য এই গেমিং ফোনে ব্যবহার করা হবে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। টিপস্টার জানিয়েছেন, Lenovo Halo হ্যান্ডসেটটি ৮জিবি, ১২ জিবি এবং ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের সাথে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে।

ফটোগ্রাফির জন্য, Lenovo Halo স্মার্টফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল আরও একটি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। এছাড়া ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরার দেওয়া হবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, এই লেনোভো স্মার্টফোনে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। স্মার্টফোনটির স্থূলতা ৮ মিলিমিটারের থেকেও কম হবে বলে জানা গেছে। আসন্ন Lenovo Halo গেমিং ফোনটি Lenovo Legion Duel 2 ফোনের উত্তরসূরি নয় বলেই মত টিপস্টারের। আশা করা হচ্ছে এবছর তৃতীয় ত্রৈমাসিকে লঞ্চ হতে পারে এই ফোনটি।