Upcoming Cars Launch in April: এপ্রিল বিদায় নেওয়ার আগে ভারতে লঞ্চ হবে মারুতি এবং হন্ডার এই তিনটি নতুন গাড়ি

এপ্রিল শেষ হতে এখনও সতেরো দিন বাকি। এ মাস বিদায় নেওয়ার আগে দেশের গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের বিভিন্ন মডেলের আপডেটেড সংস্করণ লঞ্চ করার জন্য মুখিয়ে। ইতিমধ্যেই মারুতি সুজুকি (Maruti Suzuki) ও হন্ডা (Honda) যথাক্রমে দু’টি ও একটি গাড়ি এপ্রিল মাসে ভারতে লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। আগামী ক’দিনের মধ্যে ভারতে একে একে আত্মপ্রকাশ করবে Maruti Suzuki Ertiga Facelift, Maruti Suzuki XL6 Facelift, এবং Honda City Hybrid। গাড়িগুলি কেমন বৈশিষ্ট্যের সাথে আসবে সে সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা রইল।

হন্ডা সিটি হাইব্রিড (Honda City Hybrid)

ভারতে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে অন্যতম হন্ডা সিটি‌ পেট্রল-ডিজেল সংস্করণের পর এবারে গাড়িটির হাইব্রিড (প্রথাগত জ্বালানি + ব্যাটারি) ভার্সন লঞ্চ করতে চলেছে হন্ডা। যার নাম রাখা হয়েছে Honda City e:HEV। আগামীকাল, ১৪ এপ্রিল ভারতের বাজারে পা রাখবে গাড়িটি। এটি দৃশ্যত বাজার চলতি মডেলটির সমান হলেও আরও অত্যাধুনিক প্রযুক্তি সহ আসবে বলেই মনে করা হচ্ছে। গাড়িটির হাইব্রিড পাওয়ারট্রেন ১.৫ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে দু’টি ইলেকট্রিক মোটর থাকবে। একটি মোটর বিদ্যুৎ উৎপাদন করবে এবং অপরটি প্রোপালশন অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। এটি প্রতি লিটারে প্রায় ২৬ কিমি মাইলেজ দেবে বলে মনে করা হচ্ছে। তবে ফুয়েল এফিশিয়েন্সি বাড়ানোর জন্য এতে গিয়ারবক্স অনুপস্থিত।

মারুতি সুজুকি আর্টিগা ফেসলিফ্ট (Maruti Suzuki Ertiga Facelift)

পরশুদিন, ১৫ এপ্রিল ফেসলিফ্ট সংস্করণে লঞ্চ হতে চলেছে মারুতি সুজুকি আর্টিগা। বেশকিছু আপডেটের সাথে বাজারে হাজির হবে মাল্টিপারপাস গাড়িটি। যার মধ্যে উল্লেখযোগ্য একটি নতুন ফ্রন্ট গ্রিল, বাম্পার এবং উন্নত লাইটিং সিস্টেম। কেবিনের ভেতরকার পরিবর্তনের মধ্যে নতুন স্মার্ট প্লে প্রো টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং সুজুকি কানেক্ট টেলিম্যাটিক্স। এছাড়া মারুতি সুজুকি আর্টিগা ফেসলিফ্ট সম্পূর্ণ একটি নতুন ইঞ্জিন এবং ট্রান্সমিশনের বিকল্পে আসতে চলেছে। K15B-এর বদলে নতুন ১.৫ লিটার K15C ডুয়েলজেট পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে, যার আউটপুট ১১৫ বিএইচপি। এটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক গিয়ার বক্স-সহ আসবে।

মারুতি সুজুকি এক্সএল৬ ফেসলিফ্ট (Maruti Suzuki XL6 Facelift)

এপ্রিলে ফেসলিফ্ট ভার্সনে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র আরও একটি মাল্টিপারপাস ভেহিকেল এক্সএল৬ (XL6) লঞ্চ হবে। প্রিমিয়াম গাড়িটি ২১ এপ্রিল বাজারে পা রাখবে। ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। নেক্সার ওয়েবসাইট এবং শোরুম থেকে ১১,০০০ টাকার বিনিময়ে চলছে বুকিং। মারুতি সুজুকি এক্সএল৬ ফেসলিফ্ট ফিচারে একাধিক আপডেট থাকবে বলেই অনুমান। এতে ডুয়েল টোন পেইন্ট থিম, হেড আপ ডিসপ্লে এবং একটি সানরুফ থাকতে পারে। আর্টিগা ফেসলিফ্টের মতো এটিও নতুন ১.৫ লিটার K15C ডুয়েলজেট পেট্রল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে।