৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল Infinix Zero 8, পাবেন ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে

বাজেট স্মার্টফোন নির্মাতা Infinix তাদের Zero সিরিজের নতুন ফোন লঞ্চ করলো। কোম্পানির এই নতুন ফোনের নাম Infinix Zero 8। আপাতত কোম্পানি এই ফোনকে ইন্দোনেশিয়ায় লঞ্চ করেছে। যদিও কিছুদিন আগে একটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, কোম্পানি আগামী ৭ সেপ্টেম্বর Infinix Zero 8 ও Zero 8i লঞ্চ করবে। তবে তার আগেই ইনফিনিক্স তাদের নতুন ফোন নিয়ে চলে এল। ইনফিনিক্স জিরো ৮ এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক জি৯০টি প্রসেসর ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

 Infinix Zero 8 দাম:

ইনফিনিক্স জিরো ৮ ফোনটি একটি স্টোরেজের সাথে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ভারতীয় মূল্যে প্রায় ১৯,০০০ টাকা। এই ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ভারতে এই ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে।

Infinix Zero 8 স্পেসিফিকেশন:

ইনফিনিক্স জিরো ৮ ফোনে ৬.৮৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং টাচ সাম্পেলিং রেট ১৮০ হার্টজ। ফোনটি বেজেল লেস ডিসপ্লের সাথে ডুয়েল পাঞ্চ হোল নচের সাথে লঞ্চ হয়েছে। এই পাঞ্চ হোলের মধ্যে পাবেন ৪৮ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। প্রাইমারি সেলফি ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। এই ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর। এই একই প্রসেসর আমরা Redmi Note 8 Pro এবং Realme 6 ফোন দুটিতে দেখেছিলাম। এবার ফোনটিতে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মিলবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

জিরো ৮ হল ইনফিনিক্সের প্রথম ফোন যেখানে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। ফোনটির ক্যামেরা মডিউল Vivo S1 Pro এর মত ডায়মন্ড শেপ। আগেই বলেছি এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, যেখানে সনি আইএমএক্স৬৯৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, ম্যাক্রো সেন্সর ও ডেপ্থ সেন্সর। এই সেন্সরে বোকেহ ও আলট্রা নাইট ভিডিও সাপোর্ট করে। এছাড়াও পিছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও এবং ৯৬০ এফপিএস এ স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে।

Infinix Zero 8 ফোনে পাওয়ারের জন্য দেওয়া হয়েছে ৪,৫০০ এমএএইচ এর ব্যাটারি। এর সাথে ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এই ফোনে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড এক্সওএস ৭।