মুমুর্ষ পশু-পাখিদের চিকিৎসার জন্য Tata Motors-এর 218টি গাড়ি কিনল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে রাস্তা-ঘাটের ছোট প্রাণীদের দুর্ভোগের দিন বুঝি এবার সমাপ্ত হল। টাটা মোটরস (Tata Motors) মমতা ব্যানার্জি সরকারকে ২১৮টি উইঙ্গার (Winger) ভ্যান ডেলিভারি দেওয়ার কথা ঘোষণা করল। এগুলি আদতে পশু-পাখি চিকিৎসার জন্য বিশেষভাবে নির্মিত ভ্রাম্যমান গাড়ি।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে সেগুলির উদ্বোধন করা হয়। এছাড়াও উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রের সাথে জড়িত উচ্চপদস্থ আধিকারিকরা হাজির ছিলেন। টাটা মোটরস সূত্রে দাবি, উইঙ্গার গাড়িটি প্রাণীসম্পদ উন্নয়ন ও পশু সম্পদ কল্যাণের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। উইঙ্গার ভেটেরিনারি গাড়িটিতে বিশ্বমানের ফিচার দেওয়া হয়েছে। সরকারি নিলামটি অনলাইনে জিতে নিয়েছিল টাটা মোটরস।

Tata Winger-এ দেওয়া হয়েছে একটি ২.২ লিটার ইঞ্জিন। যা থেকে উন্নত টর্ক এবং ভালো মাইলেজ মিলবে। আবার এতে উপস্থিত ইকো সুইচ এবং গিয়ার শিফ্ট অ্যাডভাইসার জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করবে। গাড়িটির সামনে অ্যান্টি রোল বার সমেত স্বতন্ত্র ফ্রন্ট সাসপেনশন এবং হাইড্রলিক শক অ্যাবসর্বার মসৃণ রাইডিং দেবে। আবার মনোকক বডি ডিজাইনের জন্য ডায়নামিক ড্রাইভিং, শব্দ এবং কম্পন কমাতে থেকে সাহায্য করবে।

এই প্রসঙ্গে টাটা মোটরসের এসসিভি, পিইউ এবং ভ্যান লাইনআপের সহ-সভাপতি বিনয় পাঠক বলেন, “টাটার পশুদের প্রতি উন্নত স্বাস্থ্য সুরক্ষার প্রতিশ্রুতি পূরণে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে ২১৮টি উইঙ্গার ভেটেনারি ভ্যান হস্তান্তর করেছি। আমরা পশ্চিমবঙ্গের সকল প্রান্তে এই পরিষেবা প্রদান করতে পেরে আনন্দিত। উন্নত প্রকৌশল দ্বারা তৈরি গাড়িগুলি মসৃণ ড্রাইভিং অফার করবে।”