ফ্রি-তে দেখা যাবে ‘Jawan’ মুভি ও আরও নানা কন্টেন্ট, এই 4 রিচার্জ প্ল্যানে মিলছে Netflix সাবস্ক্রিপশন

এখন দেশের বড় একটা অংশ বিনোদনের জন্য বিভিন্ন OTT প্ল্যাটফর্মের ওপর নির্ভর করছেন, তাই Reliance Jio, Bharti Airtel বা Vodafone Idea (Vi)-এর মতো অপারেটররা গ্রাহকদের আকর্ষণের জন্য রিচার্জ প্ল্যানের সাথেই এই জাতীয় প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন অফার করছে। সেক্ষেত্রে আপনি যদি এই বছরের হিট সিনেমা ‘Jawan’ বা আরও নানা কন্টেন্ট দেখতে Netflix-এর অ্যাক্সেস চান, তাহলে এই তিনটি প্রাইভেট টেলকোর কারণে এখন সেই চাহিদাও বিনামূল্যে পূরণ হয়ে যাবে। এই প্রতিবেদনে আমরা Jio, Airtel-দের এমন কিছু সাশ্রয়ী মূল্যের প্ল্যান সম্পর্কে বলব যেগুলি রিচার্জ করলে আলাদা করে Netflix-এর জন্য সাবস্ক্রিপশন নিতে হবেনা, মিলবে গাদাগুচ্ছের বেনিফিট!

এই সমস্ত রিচার্জ প্ল্যানে ফ্রি পাবেন Netflix সাবস্ক্রিপশন

১. ১,০৯৯ টাকার Jio প্ল্যান: জিওর এই প্ল্যানটি ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের সাথে আসে, তবে শুধুমাত্র মোবাইল ইউজাররাই এর ফায়দা তুলতে পারবেন। বেসিক বেনিফিটের কথা বললে, এটি ৮৪ দিনের বৈধতায় প্রতি দিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং রোজ ১০০টি এসএমএস অফার করবে। সাথে আছে আনলিমিটেড ৫জি (5G) ডেটা ব্যবহারের সুবিধাও।

২. ১,৪৯৯ টাকার Jio প্ল্যান: তালিকার এই দ্বিতীয় প্ল্যানটিও জিওর। এটিতেও ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন পাওয়া যায়, কিন্তু এর বেনিফিট মোবাইল ইউজারদের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনি এটি বড় স্ক্রিনেও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এতে ৮৪ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ৩ জিবি ডেটা, আনলিমিটেড কল, রোজ ১০০টি এসএমএস এবং আনলিমিটেড ৫জি ডেটাও পাওয়া যাবে।

৩. ১,৫৯৯ টাকার Airtel Black প্ল্যান: এই প্ল্যানে, ফাইবার, ল্যান্ডলাইন এবং ডিটিএইচ (DTH) সুবিধার সাথে ফাইবারে ৩০০ এমবিপিএস স্পিড পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), ডিজ়নি+হটস্টার (Disney+Hotstar) এবং এয়ারটেল এক্সস্ট্রিম (Airtel Xstream)-এর ফ্রি সাবস্ক্রিপশন উপলব্ধ।

৪. ১,০৯৯ টাকার Vodafone Idea প্ল্যান: এটি সংস্থার ‘RedX’ পোস্টপেইড ক্যাটেগরির আওতাভুক্ত, যার দাম ১,০৯৯ টাকা। এতে আপনি আনলিমিটেড ডেটা, প্রতি মাসে ১০০টি এসএমএস ইত্যাদি সুবিধা পাবেন। সাথে থাকবে এক বছরের ফ্রি নেটফ্লিক্স সাবস্ক্রিপশন।