গাড়ির হেডলাইটের আলোর জোর কমে এসেছে? জোরালো আলো পেতে শুধু এই 5 কাজ করুন

আপনি কি রাতের বেলায় গাড়ি চালাতে পছন্দ করেন? এমন অনেকই রয়েছেন যাদের দিন হোক কিংবা রাত পাড়ি দিতে হয় একটানা অনেকটা রাস্তা। দিনের আলোতে যে রাস্তা থাকে ঝকঝকে উজ্জ্বল রাতের আলো-আঁধারিতে সেই রাস্তায় হয়ে ওঠে ভয়ঙ্কর। একদিকে যেমন খানাখন্দ কিংবা বড় বড় গর্ত থাকে বিভিন্ন রাস্তায় তেমনভাবেই তুলনামূলক বড় চেহারার বাস কিংবা ট্রাকের আশপাশ দিয়ে রাতের অল্প আলোয় গাড়ি চালানো যথেষ্ট ঝুঁকির। তবে এই সমস্যার সমাধান অনেকটাই করতে পারে উন্নত মানের হেডলাইট। গাড়ির হেডলাইটের আলো উজ্জ্বল হলে রাতের বেলাতেও নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছানো বেশ সহজতর হয়। কোন কোন উপায় অবলম্বন করে আপনার গাড়ির হেডলাইটের উজ্জ্বলতা বাড়াতে পারবেন সেই সম্পর্কেই পাঁচ টিপস রইল আজকের এই প্রতিবেদনে।

গাড়ির হেডলাইটের আলোর উজ্জ্বলতা বাড়ানোর কয়েকটি সহজ পদক্ষেপ

হেডলাইট পরিষ্কার রাখা

রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় রাস্তার ধুলো, ময়লা যেমন গাড়ির সারা শরীরে জমতে থাকে ঠিক তেমনভাবেই হেডলাইটের উপরেও পড়ে মোটা ধুলোর আস্তরণ। এর ফলে হেডলাইটের আলোর উজ্জ্বলতা অনেকটাই কমে আসতে দেখা যায়। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে প্রতিনিয়ত হেডলাইট পরিষ্কার রাখাই বাঞ্ছনীয়। এই কাজে অল্প পরিমাণ ডিটারজেন্ট পাউডার কিংবা হেডলাইট পরিষ্কার করার বাজার চলতি কেমিক্যাল সলিউশন ব্যবহার করতে পারেন আপনি।

পুরানো হেডলাইটের পরিবর্তন

অনেক সময় বহুদিনের পুরনো হেডলাইটের কাঁচের ভেতরের অংশে ঘোলাটে অবস্থার সৃষ্টি হয়। এর ফলে হেডলাইটের আলোর শক্তি অনেকটাই স্তিমিত বলে মনে হতে পারে। এই পরিস্তিতিতে পুরনো হেডলাইট বদলে নিয়ে নতুন হেডলাইট লাগানোই বুদ্ধিমানের কাজ।

LED কিংবা HID এর ব্যবহার

পুরনো দিনে হেডলাইট হিসাবে ব্যবহৃত হ্যালোজেন বাল্বের তুলনায় আজকালকার দিনের LED কিংবা HID লাইটগুলি অনেক বেশি উজ্জ্বল আলো বিকিরণ করতে সাহায্য করে। তাছাড়া এই জাতীয় আলোর ব্যবহার করলে তা অনেক কম বিদ্যুৎ খরচ করে বলে গাড়ির ব্যাটারিতে কম চাপ অনুভূত হয়। এমনকি দীর্ঘদিন পর্যন্ত একটানা এই জাতীয় আলো ব্যবহার করা সম্ভব। তবে আপনার রাজ্যের পরিবহন দপ্তর LED কিংবা HID এর মতো হাই ইল্যুমিনিশেন লাইট ব্যবহারের অনুমতি না দিলে অধিক শক্তিশালী হ্যালোজেন বাল্ব ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রেও একটি বিষয় মাথায় রাখতে হবে কোনভাবেই যেন আপনার গাড়ির বৈদ্যুতিক ব্যবস্থার নির্ধারিত ওয়াটের বেশি বিদ্যুৎ ব্যবহার করা না হয়। সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হেডলাইটের সঠিক অ্যালাইনমেন্ট

অনেক সময়তেই হেডলাইট সঠিক কৌণিক অক্ষরেখায় লাগানো না থাকলে তা রাস্তার উপর না পড়ে সরাসরি গিয়ে পড়ে বিপরীত দিকের চালকের চোখে। এক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। আজকালকার দিনের আধুনিক গাড়িগুলিতে এই আলোর কৌণিক অক্ষরেখা পরিবর্তন করার জন্য গাড়ির ড্যাশবোর্ডে একটি নব লাগানো থাকে। সেটির মাধ্যমেই হেডলাইটকে সঠিক অ্যালাইনমেন্টে আনা সম্ভব। প্রয়োজন হলে গাড়ির নির্মাণকারী সংস্থা কর্তৃক প্রদত্ত ম্যানুয়াল বই দেখে নিন।

অতিরিক্ত আলোর ব্যবহার

একান্তই যদি অন্ধকারপূর্ণ রাস্তা দিয়ে আপনার গাড়ি চালানোর প্রয়োজন পড়ে এবং গাড়ির হেডলাইটের আলো তেমন প্রখর অনুভূত না হয় সেক্ষেত্রে বাইরে অতিরিক্ত আলো ব্যবহার করতে পারেন আপনি। বর্তমানে বাজারে বিভিন্ন সাপ্লিমেন্টারি লাইট কিনতে পাওয়া যায়। গাড়ির হেডলাইটের সাথেই দক্ষ মেকানিক দিয়ে এমন সাপ্লিমেন্টারি লাইট ইনস্টল করালেই সমস্যার সমাধান এক নিমেষে।