মাত্র ২০০ টাকা খরচ করলেই হাতের স্মার্টফোন হবে ওয়াটারপ্রুফ, জেনে নিন বিশদ

স্মার্টফোন হোক বা ফিচার ফোন, হাতের মোবাইল পাছে জলের সংস্পর্শে এসে নষ্ট হয়ে যায় – এই ভয়ে থাকেন অনেকেই। বিশেষ করে এইসমস্ত ভারী বৃষ্টির দিনে ফোন এবং জল, এই দুটি জিনিসকে একে অপরের থেকে দূরে রাখা সহজ হয় না। এমনিতে Apple iPhone বা অধিকাংশ প্রিমিয়াম (পড়ুন দামী) অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ওয়াটার রেসিট্যান্ট ফিচার দেওয়া হয়, যদিও সেই সমস্ত ফোনে জল প্রতিরোধের একটি নির্দিষ্ট সীমা থাকে। আবার সস্তা বা সাধারণ ফোনের জন্য জল একটি বড় ঝুঁকি। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে আপনিও যদি বৃষ্টির হাত থেকে ফোন বাঁচানোর কোনো উপায় খোঁজেন, তাহলে আমাদের আজকের প্রতিবেদনে আপনি সমাধান পেয়ে যাবেন। কারণ আজ আমরা এমন একটি জিনিসের কথা বলব, যাতে আপনি স্বল্প কিছু টাকার বিনিময়ে আপনার ফোনটিকে ‘ওয়াটারপ্রুফ’ করে নিতে পারেন। কী সেই জিনিস? আসুন জেনে নিই…

ফোনকে জল থেকে বাঁচাবে এই পাউচ

বাজেট (এমনকি মিডরেঞ্জের) স্মার্টফোন ইউজাররা যেকোনো পরিস্থিতিতে ফোনকে জল থেকে সুরক্ষিত রাখতে পারবেন শুধুমাত্র একটি পাউচ ব্যবহার করে। আসলে এই মুহূর্তে বাজারে এমন একটি জলরোধী পাউচ উপলব্ধ রয়েছে, যা সাধারণ থলির মতো দেখতে। যেহেতু এই পাউচগুলি জিপ (Zip) লকের সাথে আসে, তাই এগুলিতে জল বা হাওয়া প্রবেশ করে না। ফলে এটি ব্যবহার করে ফোন, প্রয়োজনীয় কাগজপত্র বৃষ্টি বা জলের হাত থেকে বাঁচানো যাবে। 

দাম এবং লভ্যতা

আপনারা ব্র্যান্ড এবং গুণমান অনুযায়ী বিভিন্ন দামে এই পাউচগুলি কিনতে পারবেন। যেমন এমন এই মুহূর্তে ITIWIT-এর ওয়াটারপ্রুফ ফোন পাউচের দাম ৫৯৯ টাকা, অন্যদিকে Triban-এর পাউচ কিনতে চাইলে আপনাদের মাত্র ১৯৯ টাকা ব্যয় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এগুলি কোথায় কিনবেন? সেক্ষেত্রে বলি, বিভিন্ন Amazon বা Flipkart-এর মত ই-কমার্স প্ল্যাটফর্মে এগুলি কেনার জন্য উপলব্ধ, তাই এগুলি চাইলেই কেনা যাবে।