Aadhaar Card: আপনার আধার কার্ডের সাথে কোন মোবাইল নম্বর যুক্ত আছে এভাবে চেক করুন

সরকারি পরিচয়পত্র হিসেবে Aadhaar Card কতটা গুরুত্বপূর্ণ সেকথা কাউকে নতুন করে বুঝিয়ে বলার প্রয়োজন নেই। এটি আমাদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বরের মতো একাধিক ব্যক্তিগত তথ্য বহন করে থাকে। সাধারণ অবস্থায় অত্যন্ত কার্যকর এই Aadhaar Card মোবাইল নম্বরের সাথে লিঙ্ক বা যুক্ত থাকাকালীন আরো অনেক সুবিধা প্রদান করে। আধার কার্ডের সঙ্গে ব্যক্তিগত মোবাইল নম্বর যুক্ত থাকলে সরকার চালিত বিভিন্ন ওয়েব পোর্টালে পরিষেবা গ্রহণ থেকে শুরু করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ (EPF) থেকে টাকা তোলার মতো কাজ অপেক্ষাকৃত সুবিধাজনক হয়ে দাঁড়ায়। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কড আছে কিনা, মূলত দুটি উপায়ে তা জেনে নেওয়া যেতে পারে। এই প্রতিবেদনে আমরা উভয় পদ্ধতি সম্পর্কেই আলোচনা করবো।

Aadhaar Card -এর সাথে Mobile Number লিঙ্ক রয়েছে কিনা তা জানার প্রাথমিক পদ্ধতি

১। প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI -এর স্বীকৃত ওয়েবসাইটে (uidai.gov.in) ভিজিট করুন।

২। এবার উপরে বামদিকের MyAadhaar বিভাগে পৌঁছে যান।

৩। এরপর Aadhaar Services বিকল্প থেকে Verify My Email/Mobile Number সিলেক্ট করে উপযুক্ত তথ্য যেমন কার্ডের নম্বর, মোবাইল নম্বর, সঠিক ক্যাপচা প্রদান করতে হবে।

৪। এবার মোবাইল নম্বর আগে থেকে লিঙ্কড থাকলে ওয়েবসাইট থেকে সেই সংক্রান্ত বার্তা (The mobile you have entered already verified with our records.) জানিয়ে দেওয়া হবে।

৫। আধার এবং মোবাইল নম্বর ম্যাচ না করলে নম্বর লিঙ্কের শেষ ধাপ সম্পূর্ণ করার জন্য নির্দিষ্ট আধার কেন্দ্রে গমন আবশ্যিক। কারণ বাকি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশনের দরকার পড়বে যে ব্যবস্থা স্বীকৃত আধার কেন্দ্র ছাড়া অন্যত্র উপলব্ধ নয়।

Aadhaar Card -এর সঙ্গে মোবাইল নম্বর যুক্ত রয়েছে কিনা তা জানার বিকল্প উপায়

১। এজন্য সর্বপ্রথমে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন বা ডটের (DoT) নতুন TAFCOP পোর্টালে (https://tafcop.dgtelecom.gov.in/) পৌঁছে যেতে হবে। জালিয়াতি চিহ্নিতকরণ এবং গ্রাহক সুরক্ষার প্রয়োজনে অতি সম্প্রতি পোর্টালটি তৈরি করা হয়েছে। এই মুহূর্তে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দারা এই পোর্টালের মাধ্যমে আধার সংক্রান্ত আলোচ্য জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবেন।

২। TAFCOP পোর্টালে প্রবেশের পরে মোবাইল নম্বর প্রদান করে ওটিপির (OTP) জন্য অপেক্ষা করুন।

৩। এক্ষেত্রে মোবাইল নম্বর লিঙ্কড থাকলে সেখানে ওটিপি পাওয়া যাবে। এজন্য অবশ্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে। সুতরাং ওটিপি আসতে দেরী হলে ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে মোবাইল নম্বরট্ আধার কার্ডের সঙ্গে লিঙ্কড অবস্থায় নেই।

৪। ওটিপি যাচাইয়ের পর পোর্টালে আধার কার্ডের সঙ্গে যুক্ত নম্বর ফুটে উঠবে।