50+50+64MP ক্যামেরার জাদুতে বাজার মাতাতে তৈরি iQOO 12, ফাঁস হল লাইভ ছবি

আইকো তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ iQOO 12 সিরিজ লঞ্চের জন্য প্রস্তুতি শুরু করেছে। এই লাইনআপের অধীনে স্ট্যান্ডার্ড এবং প্রো মডেল বাজারে আসার কথা। ইতিমধ্যেই এই ডিভাইসগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে চর্চা শুরু হয়েছে। আর এখন স্ট্যান্ডার্ড iQOO 12-এর একটি লাইভ ইমেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। ছবিটি প্রথমবারের মতো ফোনটির ডিজাইন প্রকাশ করেছে। এর পাশাপাশি একটি সূত্র মারফৎ জানা গেছে যে, উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য ভিভো (Vivo) অধীনস্থ ব্র্যান্ডটি iQOO 12-এ সেল্ফ ডেভেলপ করা চিপ ব্যবহার করবে। আসুন তাহলে আপকামিং হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

ফাঁস হল iQOO 12-এর লাইভ ছবি

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-এ ফাঁস হওয়া ছবিটিতে আইকো ১২-এর সাদা রঙের ফোন দেখানো হয়েছে। লাইভ ইমেজ অনুযায়ী, আইকো ১২-এর পিছনে গোলাকার কোণযুক্ত বর্গাকৃতির ক্যামেরা মডিউল থাকবে। টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন-এর ওয়েইবো পোস্ট অনুসারে, এই মডিউলের মধ্যে থাকা ক্যামেরা সেন্সরগুলির বিন্যাস আইকো ১১-এর মতোই হবে।

এর পাশাপাশি শোনা যাচ্ছে যে, আইকো ১২-এর গেমিং পারফরম্যান্সের ওপর কোম্পানি বিশেষভাবে মনোযোগী হয়েছে। জানিয়ে রাখি, পূর্বসূরি আইকো ১১-এ ভিভো ভি২ চিপ ব্যবহার করা হয়েছে, যা গেমিং এবং ইমেজিং উভয় এক্সপেরিয়েন্সকে উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছিল। সম্প্রতি একটি সূত্র দাবি করেছে যে, আইকো ১২-এ ডেডিকেটেড গেমিং চিপ রয়েছে, যা ফটোগ্রাফি বা ইমেজিং ফিচারগুলির সঙ্গে সরাসরি জড়িত না হয়ে শুধুমাত্র গেমিং এক্সপেরিয়েন্স উন্নত করার দিকে মনোনিবেশ করবে৷

iQOO 12-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

iQOO 12-এ ফ্ল্যাট ডিজাইন সহ ৬.৭৮ ইঞ্চির ই৭ অ্যামোলেড (E7 AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ১.৫কে রেজোলিউশন, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিনওএস ৪ (OriginOS 4) কাস্টম স্কিনে চলবে। স্থায়িত্বের জন্য, ডিভাইসটিতে ধাতব ফ্রেম এবং আইপি৬৪ (IP64)-রেটেড চ্যাসিস থাকবে।

ফটোগ্রাফির জন্য, iQOO 12-এর রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের OV50H প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের Samsung JN1 সেন্সর এবং ৩x অপটিক্যাল জুম সহ একটি ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B টেলিফোটো ক্যামেরা উপস্থিত থাকবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।

iQOO 12 ফোনে ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি ব্যবহার করা হবে, যা ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি/ ১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই আইকো হ্যান্ডসেটটি ১২০ হার্টজ ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে৷ iQOO 12 ব্ল্যাক এবং হোয়াইট কালারে পাওয়া যাবে, যেগুলির ব্যাক প্যানেল গ্লাস নির্মিত হবে বলে আশা করা হচ্ছে। আর ফোনটির রেড ভ্যারিয়েন্টে লেদার ব্যাক দেখা যাবে। iQOO 12 এবং 12 Pro চীনে আগামী ৭ নভেম্বর লঞ্চ হতে পারে। একই মাসে স্ট্যান্ডার্ড মডেলটি ভারতের বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে।