অ্যামাজন সেলে এই ৯টি Xiaomi ফোনের ওপর পাবেন ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়

পরিস্থিতির চাপে এবারের পুজোয় আনন্দ করার সুযোগ না থাকলেও, নানা রকমের কেনাকাটা করতে ছাড়েনি বাঙালি তথা আপামর দেশবাসী। উৎসবের মরসুমে Amazon বা Flipkart-এর মত ই-কমার্স সংস্থাগুলি বিশেষ সেল আয়োজন করে এই উল্লাস কয়েকগুণ বাড়িয়ে তুলেছে। আজই ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেলের শেষ দিন, তবে Amazon Great India Festival চলবে আগামী পরশু অর্থাৎ ২৩ তারিখ অবধি। এক্ষেত্রে, যারা Xiaomi-র নতুন ফোন পকেটস্থ করবেন বলে ভাবছেন, তারা অ্যামাজনের ফেস্টিভ সেলের শেষ তিনদিনে ব্র্যান্ডের নির্বাচিত মডেলগুলি কিনলে আকর্ষনীয় ছাড় পেয়ে যাবেন। এছাড়া, HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলবে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। তাহলে আসুন দেখে নিই, শাওমির কোন ফোনে কী অফার দিচ্ছে অ্যামাজন।

Redmi Note 9 Pro এবং Redmi Note 9 Pro Max

শাওমির Redmi সাব-ব্যান্ডের অন্তর্ভুক্ত এই ডিভাইস দুটি, চলতি বছরের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন। এই দুটি ফোনই গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে ১,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। এক্ষেত্রে, Redmi Note 9 Pro এবং Pro Max ফোনদুটি যথাক্রমে ১২,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকায় কিনতে পারবেন। দুটি ফোনেই ৫০২০ ব্যাটারি ব্যাকআপ এবং স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসর রয়েছে।

Redmi Note 9

এই সেলে, ৪ জিবি র‌্যামযুক্ত Redmi Note 9 ফোনটি কিনতে দাম পড়বে ১১,৪৯৯ টাকা। এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে।

Redmi 9 Prime

মিডিয়াটেক হেলিও জি ৮০ প্রসেসর চালিত এই হ্যান্ডসেটটির ৬৪ জিবি এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে দাম পড়বে যথাক্রমে ৯,৯৯৯ টাকা এবং ১০,৯৯৯ টাকা। এই ফোনটিতে ৪ জিবি র‌্যাম, ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন ইত্যাদি ফিচার রয়েছে।

Redmi 9

কোম্পানির এই স্মার্টফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও জি ৩৫ প্রসেসর রয়েছে, আবার র‌্যাম ৪ জিবি। এছাড়া এতে ডুয়াল (১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল) রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Redmi 9-এর ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি কিনতে খরচ হবে ৮,৯৯৯ টাকা, অন্যদিকে ১২৮ জিবি মডেলটি কিনতে গেলে ৯,৯৯৯ টাকা পড়বে।

Redmi 9A

শাওমির এই এন্ট্রি-লেভেলের স্মার্টফোনটির দাম এমনিতে ৮,৪৯৯ টাকা। তবে এখন সেলে এটি ৬,৭৯৯ টাকায় কেনা যাবে, অর্থাৎ এই ফোনে ১,৭০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে। অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এই ডিভাইসটিতে ২ জিবি র‌্যাম এবং ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এছাড়াও আছে ডেডিকেটেড মেমরি কার্ড স্লট।

Mi 10

এই সেলে, শাওমির ফ্ল্যাগশিপ ডিভাইস Mi 10-এ প্রায় ১০,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ক্রেতারা এই হ্যান্ডসেটটি ৪৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের, ৮ জিবি র‌্যাম, ১০৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা রয়েছে। এর ব্যাটারি ক্যাপাসিটি ৪,৭৮০ এমএএইচ।

তবে শুধু শাওমির নতুন মডেলগুলিতেই নয়, গত বছরে বাজারে আসা Redmi Note 8 এবং Redmi 8A Dual ফোনদুটিতেও বিশেষ ছাড় দিচ্ছে অ্যামাজন। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভালে Redmi Note 8 কিনতে ১১,৪৯৯ টাকা এবং Redmi 8A Dual কিনতে ৬,৯৯৯ টাকা খরচ করতে হবে।