বাড়ি বা দোকানে CCTV লাগিয়েছেন? উল্টে পড়তে পারেন ঝামেলায়, সতর্ক করল সরকার

সরকার বলেছে যে, সিসিটিভি ক্যামেরা সম্পর্কিত সাইবার অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সাথে দেখা যাচ্ছে বিভিন্ন নিরাপত্তাজনক ঝুঁকি।

বর্তমানে বিভিন্ন সরকারি সংস্থা হোক বা বেসরকারি সংস্থা, শপিংমল হোক বা দোকান, এমনকি বাড়ি এবং আবাসনের মতন জায়গাতেও সিসিটিভি (Close Circuit Television) ক্যামেরার ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। কারণ, বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ নিরাপত্তার জন্য এই ডিভাইসটির উপর নির্ভরশীল হয়ে উঠেছে। আর এমন সময় CCTV ক্যামেরার প্রসঙ্গে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY) এমন একটি তথ্য প্রকাশ করেছে, যার জন্য চিন্তায় পড়েছেন সিসিটিভি ক্যামেরা ব্যবহারকারী প্রত্যেকটি মানুষ।

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে, এবার থেকে সিসিটিভি ক্যামেরা কেনার আগে সেই ব্র্যান্ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য সংগ্রহ করে তবেই সিসিটিভি ক্যামেরা কেনা উচিত।

সরকার বলেছে যে, সিসিটিভি ক্যামেরা সম্পর্কিত সাইবার অপরাধের সংখ্যা ক্রমাগত বাড়ছে। সাথে দেখা যাচ্ছে বিভিন্ন নিরাপত্তাজনক ঝুঁকি। যার মধ্যে ডেটা নিরাপত্তা, গোপনীয়তা লঙ্ঘন, হ্যাকিং এবং সাইবার আক্রমণের মতো ঘটনা লক্ষ্য করা গেছে। আর এই কারণেই সরকার সিসিটিভি কেনার আগে কয়েকটি সর্তকতা অবলম্বন করতে বলেছে। যেগুলি হল –

হার্ডওয়্যার চেক

একটি সিসিটিভি ক্যামেরা কেনার সময়, প্রথমে এটির হার্ডওয়্যার চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর সরকার প্রত্যেকটি সংস্থাকে সিসিটিভি ক্যামেরার মানের দিকে নজর দিতে বলেছে।

নিরাপদ নেটওয়ার্ক

সরকার সংস্থাগুলিকে সিসিটিভি ক্যামেরার নেটওয়ার্ক সুরক্ষিত করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি, সাইবার হামলার ঝুঁকি কমাতে এজেন্সিগুলিকে পাবলিক নেটওয়ার্ক ব্যবহার না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শক্তিশালী পাসওয়ার্ড

সংস্থাগুলিকে সিসিটিভি সেটআপ করার সাথে সাথেই ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করতে এবং সমস্ত ক্যামেরা, রেকর্ডার এবং অ্যাক্সেস পয়েন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ড রাখতে বলা হয়েছে।