Samsung Galaxy S20 বা Galaxy Note 20 সিরিজের ফোন ব্যবহার করেন? Android 14 আপডেট পাবেন?

লঞ্চের সময়ে অর্থাৎ ২০২০ সালে স্যামসাং গ্যালাক্সি এস২০ এবং গ্যালাক্সি নোট ২০ সিরিজ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে আসে

Samsung তাদের কোন কোন ফোনে Android 14 ভিত্তিক One UI 6.0 আপডেট দেবে তার সঠিক তালিকা আজ প্রকাশ করেছে। এই তালিকায় – Galaxy S20 এবং Galaxy Note 20 সিরিজকে অন্তর্ভুক্ত নেই। উল্লেখ্য, উভয় লাইনআপই ২০২০ সালে আত্মপ্রকাশ করেছে এবং ইতিমধ্যেই তিনটি বড় সফ্টওয়্যার আপডেট রিসিভ করেছে।

Samsung Galaxy S20 এবং Galaxy Note 20 সিরিজ Android 14 আপডেট পাবে না

স্যামসাং হালফিলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, তারা ভুলবশত অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬.০ কাস্টম ওএস আপডেট পেতে চলেছে এমন ডিভাইসের তালিকায় গ্যালাক্সি এস২০ এবং গ্যালাক্সি নোট ২০ সিরিজ অন্তর্ভুক্ত করে ফেলেছিল। কিন্তু এখন তারা এই ভুল সংশোধন করে উক্ত দুটি সিরিজকে তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। ফলে এগুলি আর লেটেস্ট ওএস আপডেট পাচ্ছে না।

সংস্থার আধিকারিকদের মন্তব্য অনুসারে – “ সম্প্রতি ‘ওয়ান ইউআই ৬ আপডেট : টিপস ফর মেকিং দ্য মোস্ট অফ দ্য এআই ক্যামেরা অন ইয়োর গ্যালাক্সি’ প্রেসমিট চলাকালীন লেটেস্ট ওয়ান ইউআই ৬ আপডেট পাওয়ার যোগ্য ডিভাইসের তালিকা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। আমরা নিজেদের ভুল সংশোধন করেছি এবং ওয়ান ইউআই ৬ আপডেট পাওয়ার জন্য এলিজেবল ডিভাইসের তালিকা থেকে গ্যালাক্সি এস২০ সিরিজ, নোট ২০ সিরিজ, ফোল্ড ২, ফ্লিপ ৫জি এবং ফ্লিপ এলটিই মডেলগুলিকে সরিয়ে দিয়েছি।”

ব্যাপারটা এবার একটু খোলসা করে বলি। এই পুরো বিভ্রান্তির সূচনা হয়েছিল যখন স্যামসাং প্রেস মিট আয়োজনের পর একটি ব্লগ পোস্টের মাধ্যমে তাদের নতুন ওয়ান ইউআই ৬.০ ক্যামেরা ফিচার কোন কোন ডিভাইসে সমর্থন করবে সেই তালিকা প্রকাশ্যে আনে। পোস্টের একদম নিচে থাকা ফুটনোটে নয়া সফ্টওয়্যার আপডেট পাবে এমন বেশ কয়েকটি যোগ্য ডিভাইসের তালিকা দেওয়া ছিল। যেখানে – স্যামসাং গ্যালাক্সি এস২০, গ্যালাক্সি নোট ২০ সহ উপরে উল্লেখিত পুরানো প্রজন্মের হ্যান্ডসেটগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যারপরই স্যামসাং ডিভাইস ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। যাইহোক এখন সংস্থাটি ফুটনোট আপডেট করে তাদের দ্বারা হওয়া ভুল ইতিমধ্যেই সংশোধন করেছে।

জানিয়ে রাখি, লঞ্চের সময়ে অর্থাৎ ২০২০ সালে স্যামসাং গ্যালাক্সি এস২০ এবং গ্যালাক্সি নোট ২০ সিরিজ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-লোডেড হয়ে আসে। তখন সংস্থার তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, উক্ত সিরিজের প্রত্যেকটি ডিভাইস তিনটি বড় ওএস আপগ্রেড পাবে। সেই মতোই স্যামসাং বিগত তিন বছরে ডিভাইসগুলির জন্য – অ্যান্ড্রয়েড ১১, অ্যান্ড্রয়েড ১২ এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএস আপডেট রিলিজ করে। তাই অ্যান্ড্রয়েড ১৪ আপডেট পাওয়ার খবর সামনে আসতেই বিভ্রান্তি দেখা দেয়।

প্রসঙ্গত, One UI 6.0 হল স্যামসাংয়ের লেটেস্ট ওএস। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক৷ সংস্থাটি চলতি সপ্তাহের প্রথমার্ধে Galaxy S23 সিরিজের ভারত সহ গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য এই ওএস এর স্টেবল বিল্ড রোলআউট করেছে, যার সাইজ ৩ জিবি।