অনায়াসে ছুটবে পাহাড় টু জঙ্গল, আজ নতুন Himalayan বাইকের লঞ্চ, দাম কেমন হবে

বর্তমানে ভারতে সর্বাধিক প্রতীক্ষিত বাইকগুলির মধ্যে অন্যতম Royal Enfield Himalayan 450। অপেক্ষার অবসান ঘটিয়ে আজই লঞ্চ হবে বাইকটি। গোয়াতে রয়্যাল এনফিল্ডের মোটোভার্স (Motoverse) ইভেন্টে আত্মপ্রকাশ করবে বাইকটি। Himalayan 411-এর তুলনায় নতুন প্রজন্মের এই অ্যাডভেঞ্চার ট্যুরারে থাকছে একাধিক চমক। চলুন দেখে নিই, বাইকটির দাম কত হতে পারে।

Royal Enfield Himalayan 450 আজ লঞ্চ হবে

Himalayan 411-এর স্থান দখল করবে ৪৫০ সিসির মডেলটি। আগাগোড়া নতুন টুইন স্পার ফ্রেমে নির্মিত এটি। সাথে থাকছে অধিক ক্ষমতার ইঞ্জিন, যার পোশাকি নাম – শেরপা ৪৫০ (Sherpa 450)। এতে দেওয়া হয়েছে লিকুইড কুল্ড প্রযুক্তি, যা সংস্থার ইতিহাসে এই প্রথম। পাওয়ার ও টর্কের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

টেকনিক্যাল আপডেট হিসাবে নতুন হিমালয়ান পেয়েছে একটি ডিজিটাল কনসোল। যা সম্পূর্ণভাবে সংস্থার অন্দরমহলে তৈরি হয়েছে। এতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, কল/এসএমএস অ্যালার্ট এবং ইঞ্জিন ও ব্যাটারির স্বাস্থ্য সম্পর্কিত সচেতন বার্তা ইত্যাদি। রয়্যাল এনফিল্ডের প্রথম মডেল হিসেবে রাইড বাই ওয়্যার সহ ইকো ও পারফরম্যান্স রাইডিং মোড অফার করবে বাইকটি। এছাড়া থাকছে অল এলইডি লাইটিং।

বাজার চলতি Royal Enfield Himalayan 411-এর এখন দাম ২.২৮ লাখ টাকা (এক্স-শোরুম), যেখানে নতুন অ্যাডভেঞ্চার মডেলটির মূল্য সামান্য বাড়তে পারে বলেই অনুমান করা হচ্ছে। দাম ২.৬০ লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। প্রচুর আপডেট ও শক্তিশালী ইঞ্জিনের জন্যই দাম বাড়বে। Himalayan 450 তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে – বেস, পাস এবং সামিট। এদের মধ্যে পার্থক্য বলতে মূলত কালার স্কিম। ভ্যারিয়েন্ট তিনটির মধ্যে দামের ফারাক ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা থাকার সম্ভাবনা। নয়া হিমালয়ানের অন রোড প্রাইস দাঁড়াতে পারে ৩ লাখ টাকার আশেপাশে।