SRH vs CSK: ধোনিদের অনায়াসে হারিয়ে জয় কামিন্সদের, পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে উঠে এলো SRH

আজ চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে এই মরশুমের দ্বিতীয় জয় নিজেদের নাম করলো সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই জয়ের সাথেই পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এল অরেঞ্জ আর্মিরা।

আজ আবারও একটি হারের শিকার হল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। হায়দ্রাবাদের মাটিতে চেন্নাইকে ৬ উইকেটে হারালো প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hyderabad)। এই জয় এবারের আইপিএলে (IPL 2024) হায়দ্রাবাদের দ্বিতীয় জয়। আর এই জয়ের সাথেই পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে উঠে এল অরেঞ্জ আর্মিরা।

আজ হায়দ্রাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে আসে চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করতে এসে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করে চেন্নাই। যার মধ্যে শিবম দুবের ব্যাট থেকে ২৪ বলে ৪৫ রানের দ্রুত ইনিংস এলেও, বাকিরা খুব ধীরগতিতে খেলায় ১৬৫ রানেই সন্তুষ্ট থাকতে হয় চেন্নাইকে।

সানরাইজার্স হায়দ্রাবাদকে এই ম্যাচ জিততে হলে স্কোরবোর্ড তুলতে হত ১৬৬ রান। যা তাদের ব্যাটিং লাইনের সামনে খুব একটা কঠিন কাজ ছিল না। ঠিক সেরকমই ওপেনে শুরুটা দুর্দ্ধর্ষজনক করেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং ট্রাভিস হেড। অভিষেক পাওয়ারপ্লেতে দুরন্ত গতিতে রান বানালেও, মাত্র ১৩ বল খেলে ৩৭ রান করে দীপক চাহারের বলে উইকেট হারান। এরপর হেডের সাথ দিতে ক্রিজে আসেন এইডেন মার্করাম (Aiden Markram)।

হেড এবং মার্করাম জুটি অভিষেকের উইকেটের পর ৬০ রানের মূল্যবান পার্টনারশিপ করেন। হেড ২৪ বলে ৩১ রান করে মহেশ থিকশানার শিকার হন। তবে অন্যদিক থেকে নিজের উইকেট ধরে রেখেছিলেন মার্করাম। আজ অর্ধশতরানের ইনিংস আসে তার ব্যাট থেকে। কিছুক্ষণ পর মার্করাম ৫০ এবং শাহবাজ আহমেদ ১৮ করে আউট হয়ে যান। দুজনকেই প্যাভিলিয়নে ফেরান মঈন আলি। শেষমেষ হেনরিখ ক্লাসেন (১০) এবং নিতীশ রেড্ডির (১৪) ইনিংসের ভরসায় ৬ উইকেট বাকি থাকতেই জয়লাভ করে সানরাইজার্স হায়দ্রাবাদ।

সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের স্কোরকার্ড (Sunrisers Hyderabad vs Chennai Super Kings Match Scorecard):

চেন্নাই সুপার কিংস: ১৬৫/৫ (২০ ওভার)

সানরাইজার্স হায়দ্রাবাদ: ১৬৬/৪ (১৮.১ ওভার)

ম্যাচটি সানরাইজার্স হায়দ্রাবাদ ৬ উইকেটে জয়লাভ করেছে।