BattRE Storie ই-স্কুটার চার নতুন আকর্ষণীয় রঙে লঞ্চ হল, ফুল চার্জে 132 কিমি রেঞ্জ

Batt:RE Electric Mobility তাদের Stor:ie মডেলের বৈদ্যুতিক স্কুটার চারটি নতুন কালার অপশনে লঞ্চ করল। দাম রাখা হয়েছে ৮৯,৬০০ টাকা (এক্স শোরুম)।

ইলেকট্রিক স্কুটারের জন্য পরিচিত রাজস্থানের জয়পুর শহরের স্টার্টআপ সংস্থা Batt:RE Electric Mobility এবার তাদের জনপ্রিয় মডেল Stor:ie চারটি নতুন কালার অপশনে লঞ্চ করল। সদ্য যোগ হওয়া রঙগুলি হল – আইস ব্লু, স্টারলাইট ব্লু, ক্যান্ডি রেড এবং এক্রু ইয়লো। সহজ করে বললে, নেভি ব্লু, আকাশী, লাল, এবং হলুদ বর্ণে উপলব্ধ হবে ই-স্কুটারটি। এগুলি ছাড়া সব কিছুই আগের মতো।

ভারতের মতো সম্ভাবনাময় বাজারে ব্যাটারি চালিত টু-হুইলার সেগমেন্টে বিগত কয়েক বছরে বেশ কিছু দেশীয় সংস্থার নাম প্রথম সারিতে উঠে এযেছে। তাদের মধ্যে অন্যতম হলো Batt:RE Electric Mobility। এই স্টার্টআপ সংস্থার জন্ম উত্তর পশ্চিমের রাজ্য রাজস্থানের জয়পুরে। তাদের পোর্টফোলিওতে থাকা জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার Stor:ie সরাসরি Ola S1 Air এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে। আর এই স্কুটারেই বাজারে এল চারটি নতুন রঙের সঙ্গে।

Batt:RE Stor:ie দাম, কালার অপশন

ইতিপূর্বে মিডনাইট ব্ল্যাক, স্টর্মি গ্রে এবং ইলেকট্রিক ব্লু এই তিনটি রং পাওয়া গেলেও বর্তমানে আইস ব্লু, স্টারলাইট ব্লু, ক্যান্ডি রেড এবং এক্রু ইয়লো এই চারটি নতুন রং যোগ করা হয়েছে। স্কুটারটির দাম রাখা হয়েছে ৮৯,৬০০ টাকা (এক্স শোরুম)।

Batt:RE Stor:ie ব্যাটারি, রেঞ্জ, স্পিড

এতে রয়েছে ২ কিলোওয়াট ক্ষমতার বিএলডিসি হাব। সর্বোচ্চ ৬৫ কিমি প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ছুটতে সক্ষম এটি। আর প্রতি চার্জে প্রায় ১৩২ কিমি চলতে পারে এই ইলেকট্রিক স্কুটার। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা।

Batt:RE Stor:ie ডিজাইন, ফিচার

Batt:RE Stor:ie এর ডিজাইনের দিকে নজর দিলে দেখা যাবে স্কুটারটির সম্পূর্ণ অংশেই মেটালের তৈরি বডি প্যানেল ব্যবহার করা হয়েছে যা একে যথেষ্ট কাঠিন্য প্রদান করে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে পাঁচ ইঞ্চির একটি টিএফটি ডিজিটাল কনসোল, যা ফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে যুক্ত করা যাবে। এর ফলে স্কুটারের ডিসপ্লেতেই কল্যাণে ভেইকেল টেলিমেট্রি, কল এবং মেসেজ অ্যালার্ট, ব্যাটারির রেঞ্জ, নেভিগেশন সহ আরো তথ্য দেখা যাবে।

নতুন কালার অপশন লঞ্চের প্রসঙ্গে Batt:RE ইলেকট্রিক মবিলিটির কর্ণধার নিশ্চল চৌধুরী জানান, “আমরা নানা ধরনের উদ্ভাবনী শক্তির দ্বারা চালিত এবং গ্রাহকদের সর্বোত্তম জীবনশৈলীর অভিজ্ঞতা প্রদান করার লক্ষ্যেই এগিয়ে চলেছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে Stor:ie তে নতুন কয়েকটি আকর্ষণীয় এবং চিত্তকর্ষক রংয়ের প্রলেপ যুক্ত করা হয়েছে। আমরা নিশ্চিত এই নতুন রং এর সৌজন্যে Stor:ie আরো অনেক গ্রাহকের স্টাইল স্টেটমেন্ট বর্ধিত করার কাজ করবে।”

এই মুহূর্তে ভারতবর্ষের এন্ট্রি সেগমেন্টের ইলেকট্রিক স্কুটারের বাজারে বহু সংখ্যক স্টার্টআপ সংস্থা নিজেদের মধ্যে সর্বোত্তম প্রতিযোগিতায় মত্ত। তাই সে দিক থেকে বিচার করলে Stor:ie শুধুমাত্র Ola S1 Air এর সাথেই লড়াই করছে এমন নয়। বরং এই তালিকায় রয়েছে Okaya, Okinawa, Ampere, PureEV সহ আরো অনেকে। এমনকি এই একই দামের ১১০-১২৫ সিসির পেট্রোল চালিত স্কুটারের সঙ্গেও এর টক্কর তুঙ্গে।