সুখবর! Gmail এর সাথে চ্যাট ও রুম ফিচার যুক্ত করলো Google

টেক জায়ান্ট Google-কে, Gmail সহ সংস্থার অন্যান্য পরিষেবাগুলিকে নিয়ে প্রায়ই কোনো না কোনো পরীক্ষা করতে দেখা যায়। যেমন মাস কয়েক আগেই Gmail-এর পুরোনো লোগো পরিবর্তন হয়েছে; এমনকি মেল পরিষেবাটির সাথে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম Google Meet-কেও সংহত করা হয়েছে। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, এবার Meet-এর মতই চ্যাট ম্যাসেজিং ও গ্রূপ রুমের মত ফিচারগুলিকেও Gmail-এর সাথে একীভূত করছে Google। এর আগে, এই চ্যাট ম্যাসেজিং (Chat Messaging) ও গ্রূপ রুম ( Group Room) ফিচার যুক্ত Gmail সংস্করণটি শুধুমাত্র এন্টারপ্রাইজ ইউজারদের জন্য উপলব্ধ থাকলেও, এখন Google ব্যক্তিগত Gmail অ্যাকাউন্টগুলিতেও এই সুবিধা দেওয়ার কথা ভাবছে ।

এই বিষয়ে গুগল জানিয়েছে, বর্তমান অতিমারী পরিস্থিতিতে ইউজারদের বাড়িতে বসে কাজ করার অভিজ্ঞতাকে আরো উন্নত করে তোলার জন্যই তাদের এই পদক্ষেপ। রিপোর্ট অনুযায়ী, Gmail এর এই নতুন সংস্করণটি ব্যবহার করে, ইউজাররা অনায়াসেই জিমেলের একটি পেজের মধ্যে Mail, Meet, Chat এবং Room – এই চারটি ট্যাব একত্রে পেয়ে যাবেন; তাদের বারবার একাধিক ট্যাবে স্যুইচ করতে হবে না। এক্ষেত্রে জিমেলের অ্যান্ড্রয়েড ও ওয়েব ভার্সনে স্ক্রিনের নীচে উপলব্ধ বারে এই নতুন ফিচার বা ইন্টিগ্রেশন অপশনটি দেখতে পাবেন, যাতে সাইডবারটি চারটি ভাগে বিভক্ত থাকবে। আবার এই ফিচারটি সক্রিয় বা গোপন করার জন্য একটি শের্ভন অপশন থাকবে বলে জানা গিয়েছে।

কী এই ‘চ্যাট’ এবং ‘রুম’ ফিচার?

অবগতির জন্য বলে রাখি, ‘চ্যাট’ ও ‘রুম’ ফিচার দুটি ব্যবহার করে স্বতন্ত্র কোনো ব্যক্তি বা কোনো গ্রুপের সাথে মেসেজ চালিয়ে যেতে পারবেন। এই দুটি ফিচারই গুগল চ্যাট অ্যাপ্লিকেশনের অংশ যেখানে ‘রুম’ ট্যাবটি অনেকটা ‘স্ল্যাক’ অ্যাপ্লিকেশনটির মতো। এক্ষেত্রে, গুগল চ্যাট অ্যাপের মতোই, ইউজাররা জিমেলের অন্তর্গত ‘চ্যাট’ ও ‘রুম’ অপশন থেকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সরিয়ে ফেলার সুবিধা পাবেন।

কবে আসবে এই ইন্টিগ্রেটেড জিমেইল সংস্করণ?

জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড বা ওয়েব ইউজাররা জিমেলে চ্যাট ম্যাসেজিং ও গ্রূপ রুম অপশনটি এক্ষুনি পেয়ে যেতে পারেন। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের দেখতে হবে যে তাদের ডিভাইসে জিমেল অ্যাপটির লেটেস্ট ভার্সনটি ইন্সটল আছে কিনা। যদি সংস্করণটি ইন্সটল থাকে, তবে ইউজারদের অ্যান্ড্রয়েড, ওয়েব ও গুগল অ্যাকাউন্টে থাকা ‘আর্লি আক্সেস’ অপশনটি অন করতে হবে। সেক্ষেত্রে আইওএস ইউজারদের এই ফিচারটি পেতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

কীভাবে এই নতুন ফিচারটি সক্রিয় করা যাবে:

উক্ত ফিচারটি এনাবেল করতে অ্যান্ড্রয়েড ইউজারদের প্রথমে Gmail অ্যাপ্লিকেশনটি খুলতে হবে। এরপর, সেখান থেকে সেটিংস> পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট> জেনারেল> চ্যাট (আর্লি আক্সেস)> ট্রাই ইট অপশন ধাপে ধাপে বেছে নিতে হবে। এখানে গুগল আপনাকে গুগল চ্যাট অ্যাপের নোটিফিকেশনগুলিকে বন্ধ করারও সুবিধা দেবে।

অন্যদিকে, ওয়েব ভার্সন ইউজারদের mail.google.com/mail/u/0/#settings/chat লিঙ্কটিতে গিয়ে ক্লাসিক হ্যাংআউটের বদলে গুগল চ্যাট (আর্লি আক্সেস) বিকল্পটি বেছে নিতে হবে। তারপর পপ-আপ বক্সে ক্লিক করলেই জিমেলে এই ফিচারটি ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন