Asus ROG Phone 6D টেক্কা দেবে অন্য সব গেমিং ফোন কে, Dimensity 9000 প্রসেসর সহ দেখা গেল 3C সাইটে

আসুস (Asus) ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটার প্রস্তুতকারক হিসেবে সুপরিচিত হলেও, তাদের ROG সিরিজ ও ZenFone সিরিজের পারফরম্যান্স ভিত্তিক হ্যান্ডসেটগুলি স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। আসুস শীঘ্রই একটি নতুন ফোন বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সম্প্রতি সংস্থার দুটি নতুন মডেলকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে খুঁজে পাওয়া গেছে এবং এক নির্ভরযোগ্য টিপস্টার দাবি করেছেন যে, এই হ্যান্ডসেটগুলি ROG ব্র্যান্ডের অধীনে লঞ্চ করা হবে। এগুলি Asus ROG Phone 6-এর নতুন ভ্যারিয়েন্ট হবে বলেই মনে করা হচ্ছে। চলুন আসন্ন ডিভাইস সম্পর্কে এখনও পর্যন্ত যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Asus ROG Phone 6D শীঘ্রই আসছে বাজারে

ASUS_AI2203_A এবং ASUS_AI2203_B মডেল নম্বর সহ দুটি নতুন আসুস স্মার্টফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। আর জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, এই মডেল নম্বরগুলি আপকামিং আসুস আরওজি ফোন ৬ডি-এর অন্তর্গত। এই হ্যান্ডসেটটিকে আসুসের অফিসিয়াল ওয়েবসাইটের আরওএইচএস (RoHS) সার্টিফিকেশন পেজেও দেখা গেছে। তালিকাটি ডিভাইসটির অফিসিয়াল মার্কেটিং নাম নিশ্চিত করে।

প্রসঙ্গত, ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, আসন্ন আরওজি ফোন ৬ডি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে। এটি নির্দেশ করে যে, ফোনটির নামের শেষে থাকা “D”-এর অর্থ হল ‘ডাইমেনশন’। আবার টিপস্টারের মতে, স্মার্টফোনটি স্যামসাং ইলেকট্রনিক্স দ্বারা নির্মিত ১৬৫ হার্টজের হাই রিফ্রেশ রেট যুক্ত ফ্ল্যাট স্ক্রিন সহ আসবে। এটিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা এবং ৬৫ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

উল্লেখ্য, Asus ROG Phone 6D-এর এই স্পেসিফিকেশনগুলি দেখে অনুমান করা হচ্ছে যে, এটি সম্ভবত শুধুমাত্র চিপসেটের ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড মডেলের থেকে ভিন্ন হবে। কেননা গত জুলাই মাসে লঞ্চ হওয়া ROG Phone 6 গেমিং ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত। তবে, আগামী দিনে ROG Phone 6D-এর সম্পর্কে আরও তথ্য সামনে আসলে, এই বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে।