দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখের ক্ষতি হবে না, আই প্রোটেকশন প্রযুক্তির ট্যাব লঞ্চ করল Huawei

মালয়েশিয়ার পর এবার Huawei MatePad 11.5 (2023) লঞ্চ হল চীনে। ট্যাবটির চাইনিজ ভ্যারিয়েন্টেও একই স্পেসিফিকেশন রয়েছে, অর্থাৎ Qualcomm 7 Gen 1 প্রসেসর, ৭,৭০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ বড় স্ক্রিন, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং HarmonyOS 3.1 কাস্টম স্কিন অফার করে এটি। আসুন তাহলে চীনা বাজারে আত্মপ্রকাশ করা MatePad 11.5 (2023)-এর দাম ও সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Huawei MatePad 11.5 (2023)-এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে মেটপ্যাড ১১.৫ (২০২৩)-এ ১১.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। কোম্পানি জানিয়েছে যে, এটি একটি আপগ্রেডেড আই প্রোটেকশন সফ্ট স্ক্রিন যা অ্যান্টি-গ্লেয়ার ন্যানো-এচিং প্রযুক্তি ব্যবহার করে। ডিসপ্লেটি ২,২০০ x ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩:২ অ্যাসপেক্ট রেশিও অফার করে৷ মেটপ্যাড ১১.৫ (২০২৩)-এর স্ক্রিনটি টিইউভি রাইনল্যান্ড-এর হার্ডওয়্যার-লেভেল লো ব্লু লাইট সার্টিফিকেশন পেয়েছে। ট্যাবলেটটিতে হুয়াওয়ে এম-পেন্সিল (দ্বিতীয় প্রজন্ম) স্টাইলাস সাপোর্ট রয়েছে।

পারফরম্যান্সের জন্য, মেটপ্যাড ১১.৫ (২০২৩)-এ ৪ ন্যানোমিটার নোডের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা ৬ জিবি/৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ের ট্যাবটির পিছনে একটি ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা বর্তমান৷ হুয়াওয়ে মেটপ্যাড ১১.৫ (২০২৩) অ্যান্ড্রয়েড ভিত্তিক হারমোনিওএস ৩.১ (HarmonyOS 3.1) কাস্টম স্কিনে রান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ট্যাবলেটটিতে ২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৭,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা স্ট্যান্ডবাইতে ৩৭ দিন পর্যন্ত স্থায়ী হবে বলে দাবি করা হয়।

এছাড়া, Huawei MatePad 11.5 (2023)-এ অল-মেটাল বডি রয়েছে, যা ৬.৮৫ মিলিমিটার পুরু এবং এর ওজন মাত্র ৪৯৯ গ্রাম। এটি আইল্যান্ড ব্লু, ফ্রস্ট সিলভার, এবং স্পেস গ্রে-এর মতো কালার অপশনে পাওয়া যাবে। অডিওর জন্য, ট্যাবলেটটি কোয়াড স্পিকার অফার করে এবং এটি একটি আপগ্রেড করা অডিও অ্যালগরিদম হিস্টেন৮.১ (Histen8.1) ব্যবহার করে, যা সাউন্ডকে ৮২ ডেসিবল পর্যন্ত নিয়ে যেতে পারে।

Huawei MatePad 11.5 (2023)-এর মূল্য এবং লভ্যতা

চীনের মার্কেটে সমস্ত ধরণের আই প্রোটেকশন প্রযুক্তি দ্বারা সজ্জিত Huawei MatePad 11.5 (2023) ট্যাবলেটটির একটি “সফ্ট ভার্সন” পাওয়া যাবে। এটির বেস মডেলটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করে এবং এর দাম ১,৮৯৯ ইউয়ান (প্রায় ২১,৭২৫ টাকা) থেকে শুরু হয়। আর স্ট্যান্ডার্ড Huawei MatePad 11.5-এর প্রারম্ভিক মূল্য ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯,৪৫০ টাকা)। তবে, ট্যাবলেটটি ভারতীয় বাজারে আসবে কিনা, সেসম্পর্কে এখনও কিছু নিশ্চিত করেনি হুয়াওয়ে।